শেষ আপডেট: 19th December 2023 13:12
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার বৃষ্টিতে তামিলনাড়ুর বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। বিপদসীমা ছুঁয়ে ফেলেছে নদীর জল। রাজ্যের দক্ষিণ প্রান্তের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ভেসে গেছে বাড়ি। তুতিকোরিন জেলায় শ্রীবৈকুন্ঠম রেলওয়ে স্টেশনের মাটি জলের তোড়ে ধুয়ে যাওয়ায় সোমবার প্রায় ৫০০ জন যাত্রী আটকা পড়েছেন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এর আগেই উদ্ধার কাজ শুরু করেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এবার ভারতীয় সেনা এবং বায়ুসেনাও হাত লাগিয়েছে উদ্ধারকাজে। তারপরেই অন্তঃসত্ত্বা এক মহিলা এবং দেড় বছরের একটি শিশুকে উদ্ধার করল বায়ুসেনা। হেলিকপ্টারে করে তাঁদের মাদুরাইতে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদেই।
সোমবার রাতেই বন্যা-বিধ্বস্ত থুথুকুডি জেলায় সেনা ও স্থানীয় কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় ৫৪ জন নারী, একজন গর্ভবতী মহিলা এবং ১৯ শিশুসহ ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। জমে থাকা জল দ্রুত সরানোর জন্য প্রশাসনের তরফে চেন্নাই থেকে দক্ষিণের জেলাগুলিতে অতিরিক্ত পাম্প পাঠানো হয়েছে। বায়ুসেনার একাধিক হেলিকপ্টার ছাড়াও প্রায় ২০০টি নৌকা সক্রিয়ভাবে বন্যাকবলিত এলাকায় মোতায়েন করা হয়েছে, যাতে দ্রুত আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা যায়।
রাজ্যের দক্ষিণ দিকের কন্যাকুমারী, থুথুকুডি, টেনকাসি এবং তিরুনেলভেলি জেলা অতিভারী বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পাপানাসাম ড্যাম থেকে জল ছাড়ার ফলে থামরাপারানি নদীর জল বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। নদীর জল উপচে তুতিকোরিন এবং তিরুনেলভেলির বেশ কয়েকটি এলাকার বাড়িতে জল ঢুকে পড়েছে। এই চারটি জেলা থেকে সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
#WATCH | Indian Air Force helicopters are deployed for HADR (Humanitarian Assistance and Disaster Relief) missions in Tamil Nadu due to unprecedented rains in the last 24 hours. Four passengers including a pregnant
woman & baby aged 1.5 yrs were winched up and taken safely to… pic.twitter.com/zSXB1kF8Ue
— ANI (@ANI) December 19, 2023
সোমবার তুতিকোরিনের শ্রীবৈকুন্ঠম রেল স্টেশনের নীচেরমাটি ধুয়ে গেছে জলের চাপে। স্টেশনটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে জল। মাটির ক্ষয়ের কারণে, যে ব্যালাস্টের উপরে রেলপথ তৈরি করা হয়েছিল তা ভেসে গেছে। শুধুমাত্র সিমেন্ট স্ল্যাব সহ লোহার ট্র্যাকগুলি অনিশ্চিতভাবে ঝুলে রয়েছে। ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল করতে পারছে না। এর জেরে তিরুচেন্দুর থেকে চেন্নাইগামী একটি ট্রেন আটকে পড়েছে স্টেশনেই। স্টেশনে যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজ শুরু করা যায়নি মঙ্গলবার পর্যন্ত।
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও এখনও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ মঙ্গলবার বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এছাড়া বৃষ্টি-বিধ্বস্ত জেলাগুলিতে সমস্ত রকম সাহায্য এবং ত্রাণ পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছেন তিনি।