শেষ আপডেট: 31st January 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: পরনে কয়েদিদের পোশাক, মাথায় ফাঁসির টুপি। তিন পড়ুয়া ঝুলছে তিনটি দড়িতে। দেখে মনে হতেই পারে, কোনও অপরাধের শাস্তি দেওয়া হয়েছে ওই তিনজনকে। এই ভয়াবহ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে ঠিক কী করা হচ্ছিল ওই তিনজনকে দিয়ে। অনেকেই ধিক্কার জানিয়েছেন। পরে অবশ্য জানা যায়, স্কুলের অনুষ্ঠানে শহিদ দেশপ্রমিকদের অবদান মনে করাতে ও তাঁদের স্যালুট জানাতে এই অভিনয় করানো হয়েছে তিন পড়ুয়াকে দিয়ে।
সাধারণতন্ত্র দিবস। দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের অবদান মনে করাতে ও পড়ুয়াদের সেবিষয়ে জানাতে ওই বিশেষ দিনে এই অভিনয় করানো হয়। ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয় সম্প্রতি। ক্যাপশনে লেখা হয়, 'এভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের অনুষ্ঠান করার কী মানে।' পোস্টদাতা বিষয়টির তদন্তের দাবি জানান।
ঠিক কোথায় এই ঘটনা হয়েছে বা কোন স্কুলে। কারাই বা এর সঙ্গে জড়িত, সেসব জানা যায়নি। তবে, এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। কেউ কেউ লিখেছেন, 'এই অভিনয় দেখে বাড়িতেও অনেকে চেষ্টা করতে পারেন এমন। সেক্ষেত্রে তো হিতের বিপরীত হবে।' আবার একজন লিখেছেন, 'এই ভিডিও চিহ্নিত করে পুলিশের উচিত পদক্ষেপ করা। খুবই বাজে জিনিস।'
অনেকেই লিখেছেন, এটা খুবই বিপদজনক। বাচ্চাদের জীবন এভাবে ঝুঁকিতে রেখে ঠিক কী প্রমাণ করতে চেয়েছে স্কুল কর্তৃপক্ষ!
ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। ভিডিওটি কোথাকার, তাও এপর্যন্ত জানা যায়নি।