শেষ আপডেট: 7th January 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: যে দিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু বরফে ঢাকা সাদা পাহাড়। তাপমাত্রার পারদ হু হু করে নামলেও সেদিকে তাদের নজর নেই। কনকনে ঠাণ্ডার মধ্যেই খুনসুটিতে ব্যস্ত দু’জনে।
শরীরে সাদা রঙের পুরু লোমের আস্তরণ, সঙ্গে ধূসরের ছটা। তুলতুলে বরফের উপর রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ‘পাহাড়ের ভুত’ অর্থাৎ ‘দ্য ঘোস্ট অফ মাউন্টেন্স’। হ্যাঁ তুষার চিতা নিয়েই আলোচনা হচ্ছে।
সম্প্রতি দুই তুষার চিতার দাপাদাপির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু লাদাখের জানস্কার ভ্যালির সেই অদ্ভুত সুন্দর মুহূর্ত এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানেই বরফে ঢাকা পাহাড়ে দুই তুষার চিতাকে দেখতে পাওয়া যাচ্ছে। কখনও একে অপরের পাশে তারা বসে রয়েছে। কখনও দু’জনে দৌড়াদৌড়ি করছে। বরফে গড়াগড়ি দিতেও দেখা যাচ্ছে তাদের।
ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে কমেন্ট। একজন লিখেছেন, ‘চমৎকার ও সুন্দর। ভাষায় প্রকাশ করা অসম্ভব’। আরেকজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, ‘পশুদের ক্ষণস্থায়ী নৃত্যে অভিভূত’। যদিও খুব কম সময়ের জন্য ভিডিওটি করা হলেও ইতিমধ্যে তা সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে।
A fleeting dance of wild joy - Snow leopards somewhere in Zanskar valley in Ladakh
— Supriya Sahu IAS (@supriyasahuias) January 6, 2025
???? tashizkr pic.twitter.com/gkZ8pmDbZM
সম্প্রতি দেশব্যাপী এক সমীক্ষার পর জানা গেছে, ভারতে পশ্চিম হিমালয়ে কমপক্ষে ৭১৮টি তুষার চিতা রয়েছে। তুষার চিতা অন্য যে কোনও চিতার থেকে আলাদা। তাদের চারিত্রিক বৈশিষ্ট্যও অন্যরকম। অন্য যে কোনও চিতাবাঘের তুলনায় তুষার চিতাবাঘ মাঝারি আকারের হয়। তাদের শরীরের কাঠামো ১.৮ থেকে ২.৩ মিটারের মধ্যে হয়। এরা ভূতেদের মতোই যেন অদৃশ্য। দিনের বেলায় তাদের টিকিটি পাওয়া যায় না। তবে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তারা হিমালয়ের পাহাড়ি এলাকায় অবতীর্ণ হয়। সেই ছবিই ক্যামেরাবন্দী করলেন এক আইএএস অফিসার।