Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়কBihar Bandh: রাহুল গান্ধীর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল পাপ্পু যাদব, কানাইহা কুমারকে, ভাইরাল ভিডিওউত্তমকুমারের না, শরৎচন্দ্রের শ্রীকান্তর ভূমিকায় গুরু দত্ত আর অভয়া হয়ে এলেন গীতা দত্ত 'রাতে বাড়িতে খাব,' মাকে ফোনের পরই অটল সেতু থেকে ঝাঁপ চিকিৎসকের, উদ্ধার গাড়ি ও মোবাইলটোটা, এক লড়াইয়ের নাম, ঋতুপর্ণর ছবিতে হিরো হয়েও সে ছবি আলোর মুখ দেখেনি নিউ আলিপুরে লরিতে ভাঙচুর: থানার চার এসআইকে সাসপেন্ড, বিভাগীয় তদন্তের নির্দেশ
Viral Video

মালিকের চলন্ত গাড়ির পিছনে অসহায় দৌড় পোষ্যর, ভাইরাল সেই ভিডিও, ক্ষোভে ফেটে পড়লেন পশুপ্রেমীরা

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সকলে কুকুরটির মালিকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। 

মালিকের চলন্ত গাড়ির পিছনে অসহায় দৌড় পোষ্যর, ভাইরাল সেই ভিডিও, ক্ষোভে ফেটে পড়লেন পশুপ্রেমীরা

শেষ আপডেট: 6 July 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার ফরিদাবাদে ঘটা এক পশু নির্যাতনের এক ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাস্তার মাঝে পোষা কুকুরকে গাড়ি থেকে ফেলে রেখে চলে যায় মালিক, আর অসহায় কুকুরটি প্রায় ২ কিলোমিটার ধরে গাড়ির পেছনে দৌড়তে থাকে। গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন এক প্রত্যক্ষদর্শী। সেটাই পরে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি প্রথম শেয়ার করা হয় "@TheViditsharma" নামের এক্স অ্যাকাউন্ট থেকে। ওই পোস্টে দাবি করা হয়, ঘটনাটি ঘটেছে কিউআরজি হাসপাতালের কাছে, দুপুর ১২:৩০ নাগাদ।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ধূসর রঙের গাড়ি রাস্তা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, আর তার পেছনে প্রাণপণ দৌঁড়াচ্ছে এক পোষা কুকুর, যাকে কিছুক্ষণ আগেই সেই গাড়ি থেকেই নামিয়ে দেওয়া হয়েছে। চিৎকার করতে করতে প্রাণপণে দৌড়চ্ছে সে।

ভিডিওতে স্পষ্টভাবে শোনা যাচ্ছে, এক মহিলা বলছেন দুই কিলোমিটার ধরে দৌঁড়াচ্ছে কুকুরটা, তবু গাড়ি থামছে না। কুকুরটা রাস্তার মধ্যে ছুটে যাচ্ছে আর চিৎকার করছে, কিন্তু মালিকের কোনও দয়ামায়া নেই।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই একে “নিষ্ঠুর” ও “বিপজ্জনক” বলে অভিহিত করেছেন। সকলে কুকুরটির মালিকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। ব্যস্ত রাস্তায় এক অসহায় প্রাণীকে ফেলে দিয়ে চলে যাওয়া মানে তাকে গাড়ি চাপা পড়া বা বেওয়ারিশ পশুদের আক্রমণের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া।

একজন মন্তব্য করেছেন, "মানুষ এত নিষ্ঠুর হয় কী করে? এটা তো ছোট একটা শিশুকে রাস্তায় ফেলে দেওয়ার মতোই। এখন সে একা পৃথিবীর সব কিছু সামলাবে?” আরেকজন লিখেছেন, "মানবিকতা এখন মৃত।"

দেশজুড়ে পশুপ্রেমীরা এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন। অনেকেই অনুরোধ করছেন, যদি কেউ গাড়ির চালকের সম্পর্কে কিছু জানেন, তাহলে যেন সামনে আসেন। তাঁদের মতে, “এই ধরনের অমানবিক আচরণের কড়া শাস্তি হওয়া উচিত। নয়তো এই প্রবণতা থামবে না।”


ভিডিও স্টোরি