শেষ আপডেট: 7th March 2025 07:08
তবে এর পাশাপাশিই তিনি উল্লেখ করেন, 'মুসলিমরা যেমন ইদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তেমনই হিন্দুরাও হোলির অপেক্ষায় থাকেন। মানুষ রং মেখে, মিষ্টি খেয়ে এবং আনন্দ করে এই উৎসব উদযাপন করে। একইভাবে, ইদের দিনও বিশেষ খাবার তৈরি করা হয় এবং একে অপরকে আলিঙ্গন করে আনন্দ প্রকাশ করা হয়। দুই উৎসবেরই মূল ভাবনা হল ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা।'
তিনি আরও বলেন, 'শান্তি বজায় রাখতে প্রশাসন নজরদারি চালাবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রশাসনের দায়িত্ব, এবং কেউ যদি তা নষ্ট করার চেষ্টা করে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'
দেখুন ভিডিও।
#Sambhal- हमारे मुजफ्फरनगर के वासी संभल के दबंग CO अनुज चौधरी की दो टूक
— विभोर अग्रवाल???????? (@IVibhorAggarwal) March 6, 2025
जिन्हें रंग से ऐतराज, होली के दिन घर से न निकलें,
साल में 52 जुमे होते हैं और होली सिर्फ एक बार आती है।
होली को लेकर पीस कमेटी की मीटिंग में CO की सख्त चेतावनी…!@wrestleranuj @myogiadityanath #holi pic.twitter.com/BlNUl1RLgU
সমাজবাদী পার্টির মুখপাত্র শরবেন্দ্র বিক্রম সিংহ পুলিশের এই মন্তব্যকে 'বিজেপির এজেন্ট'-এর মতো আচরণ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, 'কর্তব্যরত আধিকারিকদের নিরপেক্ষ থাকা উচিত। মুখ্যমন্ত্রীর মন জয়ের জন্য এই ধরনের মন্তব্য করা হলে তা প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।'
উত্তরপ্রদেশ কংগ্রেস মিডিয়া কমিটির সহ-সভাপতি মণীশ হিন্দভী বলেন, 'একজন সরকারি কর্মকর্তার প্রধান কর্তব্য ধর্মনিরপেক্ষ থাকা। প্রশাসনের উচিত, এমন ব্যবস্থা করা যাতে হোলি ও নামাজ দুই-ই নির্বিঘ্নে পালিত হয়। কিন্তু এই ধরনের রাজনৈতিক মন্তব্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।'
তবে সম্ভলে সাম্প্রদায়িক বিতর্ক এই প্রথম নয়। গত বছরেই নভেম্বর মাসে সম্ভলের কোট গারভি এলাকায় মুঘল যুগের একটি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। সেই ঘটনায় চারজনের মৃত্যু হয় ও বহু মানুষ আহত হন। এর পরে প্রশাসনের পক্ষ থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন করা হলেও, পুলিশের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্ক ফের উস্কে উঠেছে।