শেষ আপডেট: 9th November 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: এক তরুণীকে অপহরণের পর ধর্ষণ এবং বিক্রির ঘটনা ঘটেছিল একাধিকবার। পরে কোনওমতে পালিয়ে বাড়ি ফিরে আসেন তরুণী। থানাতে অভিযোগও জানান। ইতিমধ্যে ধর্ষিতা তরুণী একটি কন্যা সন্তানের জন্মও দিয়েছে।
সন্তানের জৈবিক বাবা কে, পরিচয় জানতে এবার আদালতের নির্দেশে চার অভিযুক্তর রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় পাঠাল পুলিশ।
ঘটনাটি লখনউয়ের ঠাকুরগঞ্জ এলাকার। পুলিশ সূত্রের খবর, গত বছরের অক্টোবরে মেয়েটিকে অপহরণ করেছিল প্রকাশ নামে এক ব্যক্তি। বাড়িতে আটকে রেখে লাগাতার কয়েকদিন ধর্ষণের পর তাকে সাতীপুরের কমল কাপুরের কাছে বিক্রি করে দেয়। প্রকাশের মতো কমলও মেয়েটিকে কয়েকদিন ধর্ষণ করে এলাকারই যুবক শ্রবণ যাদবের কাছে বিক্রি করে দেয়। শ্রবণের পাশাপাশি তার সহকারী অবধেশ নামে অপর এক তরুণও একাধিকবার ধর্ষণ করে মেয়েটিকে।
পুলিশ সূত্রের খবর, গত বছরের ১০ সেপ্টেম্বর মেয়েটি কোনওভাবে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে। থানাতে ধর্ষণের অভিযোগও দায়ের করে চার অভিযুক্তর নামে। তদন্তে নেমে পুলিশ প্রকাশ, কমল, শ্রবণ ও অবধেশকে গ্রেফতার করে।
লখনউয়ের ডিএসপি (পশ্চিমাঞ্চল) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন, নির্যাতিতার কন্যা সন্তানের বাবার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে আদালতের নির্দেশে চার অভিযুক্তর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে।