শেষ আপডেট: 12th March 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে পুরোপুরি সুস্থ। সেকারণেই বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের উপরাষ্ট্রপতি (Vice Presiddent) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এদিন এক বিবৃতি প্রকাশ করে ধনকড়ের বর্তমান শারীরিক আপডেটের পাশাপাশি উপরাষ্ট্রপতিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি এইমস (Delhi AIIMS)।
রবিবার অর্থাৎ গত ৯ মার্চ ভোররাতে দিল্লির এইমস-এ তড়িঘড়ি ভর্তি করা হয় ধনকড়কে। বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় রাত ২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব নারাংয়ের অধীনে ভর্তি করানো হয় ধনখড়কে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) রেখে তাঁর চিকিৎসা চলে।
বুধবার দিল্লি এইমসের তরফে জানানো হয়েছে, "মেডিকেল টিমের পরিচর্যায় তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। সে কারণেই ১২ মার্চ উপরাষ্ট্রপতিকে ছেড়ে দেওয়া হয়। আগামী কয়েকদিন তাঁকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।"
Hon'ble Vice-President of India, Shri Jagdeep Dhankhar, was discharged from AIIMS Delhi today, 12th March 2025, after receiving necessary medical care for cardiac-related ailments. He has made a satisfactory recovery and has been advised to take adequate rest.
— AIIMS, New Delhi (@aiims_newdelhi) March 12, 2025
We wish him good… pic.twitter.com/UCHt4u1bZp
এদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দিল্লি এইমসের মেডিকাল টিমকে প্রশংসায় ভরিয়েছেন দেশের উপরাষ্ট্রপতি। ধনকড় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "৯ মার্চ হাসপাতালে ভর্তির পর থেকে ১২ মার্চ পর্যন্ত, নয়াদিল্লির এইমস-এর মেডিকেল টিমের যত্ন এবং পেশাদারিত্বে আমি কৃতজ্ঞ। তাঁদের কাজের প্রতি নিষ্ঠা এবং নিষ্ঠার সঙ্গে আমার সেবা করে দ্রুত আমাকে সুস্থ করে তুলেছেন।"
Deeply appreciate the exemplary care and professionalism of the medical team at AIIMS, New Delhi, from my admission on March 9 to discharge on March 12. Their dedication and meticulous attention ensured a smooth recovery.
— Vice-President of India (@VPIndia) March 12, 2025
Grateful for the concern and good wishes from…
এছাড়াও ভারত ও দেশের বাইরের শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ এবং শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। লিখেছেন, আপনাদের শুভেচ্ছা সত্যিই হৃদয় ছুঁয়ে গিয়েছে।"