শেষ আপডেট: 27th July 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নতুন কিছু বলার নেই। বিগত কয়েক মাস ধরেই লাগাতার জঙ্গি হামলার ঘটনা ঘটছে। ভারতীয় জওয়ান সহ একাধিক স্থানীয় মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে পথ দুর্ঘটনাও। শনিবার এমনই এক ঘটনায় এক পলকে শেষ হয়ে গেল গোটা একটি পরিবার। মৃতের মধ্যে ৫ জন শিশুও আছে।
অনন্তনাগ জেলার ডাকসুম এলাকায় এই পথদুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ৮ জনের একটি পরিবার টাটা সুমো গাড়ি নিয়ে কিস্তওয়ার থেকে ফিরছিল। ডাকসুমের কাছাকাছি আসার পরই কোনও এক অজ্ঞাত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তারপরই সোজা পড়ে যায় পাশের খাদে। গাড়ির মধ্যে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।
স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে ছুটে যায় পুলিশ। কিছু সময়ের মধ্যেই সকলের দেহ উদ্ধার করা সম্ভব হয়। মৃতদের মধ্যে ৫ জন শিশু ছাড়াও দুই মহিলা এবং এক পুরুষ রয়েছেন। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় বেশি থাকার কারণেই এই ঘটনা ঘটেছে।
চলতি মাসেই ডোডায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি বাস। এই ঘটনার একদিন আগে পুঞ্চেতে এক গাড়ি দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়। তারও আগে মে মাসে আখনুর জেলার জম্মু-পুঞ্চ হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে এই যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১৫ জনের। গুরুতর আহত হন ৩০ জনের বেশি। কিস্তওয়ারতেও অল্প দিনের মধ্যে আরও একটি দুর্ঘটনা ঘটল। এর আগে ৯ জুলাই তিনজনের মৃত্যু হয়েছিল।