বিয়ের জন্য চাপ ও টাকার দাবি সহ্য করতে না পেরেই প্রেমিক খুন করেছে এক কলেজছাত্রীকে—অভিযোগ বারাণসীতে। নিহত তরুণীর নাম অলকা বিন্দ (২২)।
ফাইল চিত্র
শেষ আপডেট: 4 July 2025 05:55
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের জন্য চাপ ও টাকার দাবি সহ্য করতে না পেরেই প্রেমিক খুন করেছে এক কলেজছাত্রীকে—অভিযোগ বারাণসীতে। নিহত তরুণীর নাম অলকা বিন্দ (২২)। পুলিশ জানিয়েছে, গলা কাটা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় একটি ধাবার ঘর থেকে। এই ঘটনায় অলকার প্রেমিক সাহাব বিন্দকে গ্রেফতার করা হয়েছে। তিনি মির্জাপুরের বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে বারাণসীর মির্জামুরাদ এলাকার রূপাপুরে। একটি ধাবার ঘর থেকে কম্বলে মোড়া অবস্থায় বৃহস্পতিবার উদ্ধার হয় অলকার দেহ। বুধবার সকালে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন অলকা, তারপর থেকেই নিখোঁজ ছিলেন। রাতেই তাঁর খোঁজে নিখোঁজ ডায়েরি করে পরিবার।
পুলিশ জানিয়েছে, সাহাবের সঙ্গে অলকার সম্পর্ক ছিল ২০২৪ সালে এক বিয়েতে পরিচয়ের পর থেকে। তবে কিছুদিন ধরে অলকা বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এবং প্রায়ই টাকার দাবি করতেন—এই অভিযোগ করেছেন সাহাব নিজেই। বুধবার তিনি অলকাকে ডেকে আনেন ধাবার একটি ঘরে এবং সেখানেই নৃশংসভাবে গলা কেটে খুন করেন।
ধাবার এক কর্মচারী ঘর পরিষ্কার করতে গিয়ে দেহটি প্রথম দেখতে পান। পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ এবং মোবাইল কল রেকর্ড খতিয়ে দেখে সাহাবের নাম নিশ্চিত করে। পরে ভাদোহির এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালাতে চেয়েছিল সাহাব। পাল্টা গুলিতে তার পায়ে গুলি লাগে এবং বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, খুনের পর সাহাব অলকার মোবাইল ও অ্যাডমিট কার্ড নিয়েও পালিয়ে যায়। ঘটনার পর অলকার পরিবারের লোকজন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। এক্স (প্রাক্তন টুইটার)-এ তিনি লিখেছেন, "একটি মর্মান্তিক ঘটনা। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।"