শেষ আপডেট: 16th September 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: সোমবার দেশের প্রথম 'বন্দে মেট্রো'-র উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বদলে গেল মেট্রোর নাম। বন্দে মেট্রো বদলে হল 'নমো ভারত ব়্যাপিড রেল'। ভারতের প্রথম নমো ভারত ব়্যাপিড রেল ছুটবে দু'টি শহরের মধ্যে। সেই দু'টির দূরত্ব হল ৩৫৯ কিলোমিটার। ওই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে ৫ ঘণ্টা ৪৫ মিনিট। ঘণ্টায় সর্বোচ্চ বেগ হবে ১১০ কিলোমিটার।
সোমবার গুজরাটে এই নমো ভারত ব়্যাপিড রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে এই মেট্রোর পরিষেবা শুরু হবে জনসাধারণের জন্য। টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ৪৫৫ টাকা।
কোন রুটে দেশের প্রথম নমো ভারত ব়্যাপিড রেল ছুটবে?
আহমেদাবাদ এবং ভূজের মধ্যে দেশের প্রথম নমো ভারত ব়্যাপিড রেল চলবে। সূচি অনুযায়ী, ভোর ৫ টা ৫ মিনিটে ভূজ থেকে ছাড়বে নমো ভারত। আহমেদাবাদ পৌঁছবে সকাল ১০ টা ৫০ মিনিটে। ফেরার সময়ে বিকেল ৫ টা ৩০ মিনিটে আহমেদাবাদ থেকে ছাড়বে এই ট্রেন ও রাত ১১ টা ১০-এ ভূজে পৌঁছবে। এর মাঝে মোট ন'টা স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। আঞ্জার, গান্ধীধাম, ভাচাউ, সামাখিয়ালি, হালবাদ, ধ্রানগাধরা, ভিরামগম, চান্দলোদিয়া, সবরমতি ও কালুপুর।
???? Namo Bharat Rapid Rail: for short-distance travel between cities…#ComingSoon pic.twitter.com/MazJ36CMX5
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 16, 2024
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে,সপ্তাহে ছ'দিন চলবে ভূজ-আমদাবাদ-ভূজ এই মেট্রো। শনিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি ছ'দিন আমদাবাদ থেকে ভূজগামী নমো ভারত ব়্যাপিড মেট্রো ছাড়বে। আর ভূজ থেকে শুধুমাত্র রবিবার এই ট্রেন চলবে না।
এই পরিষেবা চালুর সঙ্গে সঙ্গেই শুধুমাত্র শহরের মধ্যে মেট্রো পরিষেবা সীমাবদ্ধ থাকবে না। মেট্রোর ধাঁচটাই পাল্টে যাবে। পশ্চিম রেলওয়ের (আহমেদাবাদ ডিভিশন) জনসংযোগ আধিকারিক প্রদীপ শর্মা জানিয়েছেন, এই নমো ভারত ব়্যাপিড রেল মেট্রো সম্পূর্ণ ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে পর্যন্ত কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। একসঙ্গে মোট ১,১৫০ যাত্রী বসে যেতে পারবেন। আর দাঁড়িয়ে যেতে পারবেন ২,০৫৮ জন। প্রত্যেকটি মেট্রোয় মোট ১২টি করে কোচ থাকবে।
আধুনিক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে নমো ভারত ব়্যাপিড রেলে। নিরাপত্তা আঁটসাট করতে থাকছে সিসিটিভি। যাত্রীদের জন্য থাকছে চার্জিংয়ের সুবিধাও।