শেষ আপডেট: 30th July 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস তখন নিজের তালে চলছে। ট্রেনের ভিতরে চলছে খাবার পরিবেশন। কিন্তু আচমকাই চিৎকার করে উঠলেন এক যাত্রী। তারপর সপাটে চড় মারলেন একজন ওয়েটারকে! কয়েক মুহূর্তের মধ্যে কার্যত 'বক্সিং রিং'-এ পরিণত হল ট্রেনের কামরা।
ট্রেনের এক যাত্রী নিরামিষ খাবার অর্ডার করেছিলেন। সেই মতো তাঁকে খাবার দিয়ে অন্য যাত্রীদেরও খাবার সার্ভ করছিলেন ওয়েটার। কিন্তু তিনি খেয়াল করেননি ভুল করে ওই যাত্রীকে আমিষ খাবার দিয়ে দিয়েছেন তিনি। যাত্রীও খাবারের প্যাকেটের ওপর লেবেল খেয়াল না করে তা অল্প খেয়ে নেন। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারেন তিনি আমিষ খাবার খেয়ে নিয়েছেন। ব্যস তারপরই শুরু গন্ডগোল।
ওই ওয়েটারকে ডেকে চিল-চিৎকার করতে শুরু করেন ওই যাত্রী। তাঁর কাছে গিয়ে পরপর দুটি সপাটে চড়ও মারেন তিনি। তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। বাকি যাত্রীরা শারীরিক হেনস্তার প্রতিবাদ করে ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে কয়েকজনকে ওই যাত্রীর উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, ''আপনি ক্ষমা চান।''
Vande Bharat by mistake served Non-Veg food to a old person. He didn't saw instructions and ate the food. Being vegetarian he realised it tastes like non-veg so he got furious & gave 2 tight slap to the waiter.
— Kunal Verma (@itsmekunal07) July 27, 2024
Vande Bharat - Howrah to Ranchi
Date - 26/ July/ 24
Live recording- pic.twitter.com/Mg0skE3KLo
সোশ্যাল মাধ্যমে এই ঘটনা নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে। ওই যাত্রীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। কেউ কেউ ওই ব্যক্তির গ্রেফতারির দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, এইভাবে শুধুমাত্র খাবার নিয়ে একজনকে শারীরিক হেনস্তা করা কখনই কাম্য নয়। উল্টোদিকে ওই ওয়েটারেরও শাস্তির দাবি করা হয়েছে।