শেষ আপডেট: 8th January 2025 09:06
দ্য ওয়াল ব্যুরো: ফুরিয়ে আসছে এস সোমনাথের মেয়াদ। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই নয়া চেয়ারম্যান পেতে চলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। জানা যাচ্ছে সোমনাথের জায়গায় এরপর ইসরোর দায়িত্ব হাতে তুলে নেবেন ভি নারায়ণ। এরই সঙ্গে ভারত সরকারের মহাকাশ বিভাগের সচিব পদেও দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
সূত্রের খবর, আগামী ১৪ জানুয়ারি তিনি ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের হাত থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
মঙ্গলবার কেন্দ্রের তরফে ইসরোর নতুন চেয়ারম্যান নিয়োগের ঘোষণা করা হয়। পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ১৪ জানুয়ারি ইসরোর বর্তমান প্রধান এস সোমনাথের স্থলাভিষিক্ত হবেন ভি নারায়ণ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী দু'বছর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরোর চেয়ারম্যানের ভূমিকায় তিনি কাজ করবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।
রকেট এবং মহাকাশযান চালনায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী নারায়ণের। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান হিসাবে এতদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৪ সালে ভি নারায়ণ ইসরোতে যোগদান করেছিলেন।
লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদ সামলানোর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি থেকেছেন। তামিলনাড়ুতে বেড়ে ওঠা ইসরোর নয়া প্রধানের। এরপর তিনি খড়গপুর আইআইটি থেকে এম.টেক করেন ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে। পিএইচডি করেন অ্যারোস্পেসে। এম.টেকে প্রথম হওয়ার জন্য রুপোর পদকও পেয়েছিলেন তিনি। তিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সাউন্ডিং রকেট এবং অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এএসএলভি) এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর প্রোপালশন নিয়ে কাজ করেছেন।
২০২৫ সালে ইসরো অনেক গুরুত্বপূর্ণ মিশনের পরিকল্পনা করেছে। জানুয়ারিতে জিএসএলভি রকেটের মাধ্যমে নেভিগেশন স্যাটেলাইট এনভিএস০২ উৎক্ষেপণ করা হবে। এদিকে জানুয়ারিতে শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে ১০০তম উৎক্ষেপণ হতে চলেছে। তার মধ্যে ইসরোর প্রধান বদলে কতটা পরিবর্তন হয় সেদিকে নজর থাকবে।