শেষ আপডেট: 10th November 2024 09:43
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বিধায়কের আত্মীয়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শুধু তাই নয় বলা হচ্ছে, মারধর করা হয় নাবালিকা নাতনি-সহ পরিবারের সদস্যদেরও। উত্তরপ্রদেশের এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তরা এখনও পলাতক।
পুরাণপুরের বিধায়ক বাবুরাম পাসোয়ানের অভিযোগ শনিবার রাতে পিলভীটে তাঁর আত্মীয়ের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। বাড়ির সামনে পৌঁছে দুষ্কৃতীরা চিৎকার করছিল। শুধু তাই নয় বাইরে থেকে পাথর ছোড়া হচ্ছিল বলেও জানন তিনি। এরপর আচমকা বাড়ির ভেতর ঢুকে পড়ে দুষ্কৃতীরা। নিহতের নাম ফুলচাঁদ। তাঁর নাতনিকেও রাস্তায় টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ।
ফুলচাঁদ-সহ পরিবারের ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ৭০ বছরের ফুলচাঁদের। বিধায়ক বাবুরাম পাসোয়ানের তুতো ভাই তিনি।
পিলভীটের এসপি অবিনাশ পান্ডে বলেছেন, দুষ্কৃতীদের সঙ্গে বচসায় ফুলচাঁদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচ জনের বিরুদ্ধে খুন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এখনও অবধি পাঁচজনের মধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। জানা যাচ্ছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।