শেষ আপডেট: 8th December 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো: জোগাড় করা যায়নি অ্যাম্বুল্যান্সের ভাড়া। বাধ্য হয়ে ছেলের দেহ গাড়ির মাথায় বেঁধে নিয়ে গেলেন বাবা। এমনই দৃশ্য দেখা গেল উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। ঘটনার কথা সামনে আসতেই অসন্তোষ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
ঘটনা হল পিথোরাগড় অঞ্চলের এক যুবক ঘরে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাঁর দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ডাকেন। কিন্তু অ্যাম্বুল্যান্সের ভাড়া বাবদ ১০-১২ হাজার টাকা চাওয়া হয়। গরিব পরিবারের পক্ষে ওই টাকা দেওয়ার সাধ্য ছিল না। অভিযোগ, ভাড়া যদি কিছু কমানো যায়, সেই অনুরোধ করেও কোনও কাজ হয়নি।
স্থানীয়রা জানিয়েছে, বাধ্য হয়ে তখন এলাকার একজনের গাড়ির ছাদে যুবকের দেহ বেঁধে পিথোরাগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার কথা জানাজানি হতে সময় লাগেনি। খবর যায় মুখ্যমন্ত্রীর দফতরেও।
মুখ্যমন্ত্রী পুষ্কর নিজে অসন্তোষ প্রকাশ করে রাজ্যের স্বাস্থ্যসচিব রাজেশ কুমারকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই অ্যাম্বুল্যান্স সংস্থা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন তিনি।