শেষ আপডেট: 27th January 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি শাসিত উত্তরাখণ্ড নতুন ইতিহাস লিখল। দেশের প্রথম রাজ্য হিসেবে সেখানে চালু হল অভিন্ন দেওয়ানি বিধি। নতুন ব্যবস্থা বলবৎ করতে সরকারি কর্মী, অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ বিগত কিছু সময় ধরে চলছিল বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার থেকে সেই নতুন নিয়মই চালু হল।
অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হওয়ার অর্থ বিয়ের বয়স, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়ে বদল আসা। নয়া নিয়ম অনুযায়ী, লিভ-ইন করতে গেলে যুগলকে কিছুটা বিয়ের রেজিস্ট্রেশনের মতোই আলাদা একটি রেজিস্ট্রেশন করতে হবে। এই নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে ভুল তথ্য দিলে ২৫ টাকা জরিমানা, জেল বা দুটোই হতে পারে অভিযুক্তদের। একই সঙ্গে বলা হয়েছে, রেজিস্ট্রেশন করাতে দেরি করা চলবে না, এক মাসের বেশি সময় নিলেও জেল বা জরিমানা হতে পারে।
নতুন এই নিয়ম অনুযায়ী, লিভ-ইনে থাকা যুগল কোনও সন্তানের জন্ম দিলে, তাকে যুগলের সন্তান হিসাবে আইনি বৈধতা দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে ২১ বছরের কম বয়সি যুগলরা বাবা-মার অনুমতি ছাড়া লিভ-ইন করতে পারবেন না, অনুমতি মেলার পরও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করাতে হবে।
ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ আদালত থেকে অনুমোদন করাতে হবে, এমন নিয়মও রয়েছে অভিন্ন দেওয়ানি বিধিতে। অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে তালাক ব্যবস্থা থাকলেও তা আদালতে নথিভুক্ত করতে হবে। এমনিতে নিজ নিজ সম্প্রদায়ের রীতি-রেওয়াজ মেনে বিয়ে করতে পারবেন দম্পতিরা। তবে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
কেন উত্তরাখণ্ডকেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য বেছে নিও গেরুয়া শিবির? বিশ্লেষকদের মতে, রাজ্যের জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ মুসলিম। সংখ্যালঘুদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে শিখরা। মনে করা হচ্ছে পাহাড়ি রাজ্যে সংখ্যালঘুদের মধ্যে প্রতিক্রিয়া বুঝে নিতে চাইছে গেরুয়া শিবির।