Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিখরচায় সাংবাদিকতার ইন্টার্নশিপ উইমেন্স কলেজ, ক্যালকাটায়চ্যাট জিপিটি ব্যবহারে উপকৃত নারায়ণ মূর্তি! ৩০ ঘণ্টার কাজ হচ্ছে মাত্র ৫ ঘণ্টায়Viral Video: ফ্লাইটে চাদর পেতে চলল তাস খেলা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়াবেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্য
Uttarakhand Flood

গঙ্গা ফুঁসছে, ভেসে গেল বহু গাড়ি, উত্তরাখণ্ডে এবার আশঙ্কা বাড়ছে ধসের! জারি সতর্কতা 

দু’দিন আগেই বর্ষা ঢুকে গিয়েছে উত্তরাখণ্ডে। তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও ভারী, কোথাও আবার অতিভারী একটানা বৃষ্টি হচ্ছে। ফলে গঙ্গার জলস্তর বেড়েছে অস্বাভাবিক ভাবে।

গঙ্গা ফুঁসছে, ভেসে গেল বহু গাড়ি, উত্তরাখণ্ডে এবার আশঙ্কা বাড়ছে ধসের! জারি সতর্কতা 

উত্তরাখণ্ডে ভাসছে গাড়ি।

শেষ আপডেট: 30 June 2024 20:59

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি। সম্প্রতি হরিদ্বারের এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখে যেন মনে হচ্ছে, দেশলাই বাক্স দিয়ে বানানো খেলনা গাড়ি ভেসে যাচ্ছে জলের তোড়ে। এবার ধসের সতর্কতাও জারি হল উত্তরাখণ্ড জুড়ে। 

দু’দিন আগেই বর্ষা ঢুকে গিয়েছে উত্তরাখণ্ডে। তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও ভারী, কোথাও আবার অতিভারী একটানা বৃষ্টি হচ্ছে। ফলে গঙ্গার জলস্তর বেড়েছে অস্বাভাবিক ভাবে। কোথাও কোথাও পাড় ছাপিয়ে রাস্তায় উঠে এসেছে নদী, কোথাও বা বিপদসীমা ছুঁয়ে ফেলেছে গঙ্গার জল।

এরকম পরিস্থিতিতে গঙ্গা-সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মৌসম ভবন জানায়, দেরাদুন এবং বাগেশ্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমায়ুন অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী পাঁচ দিন ধরে এই পরিস্থিতি বজায় থাকবে।

একটানা বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় ধসের আশঙ্কাও করা হচ্ছে। তাই প্রশাসনের তরফে ওই ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জলস্তর বৃদ্ধি পাওয়ায় গঙ্গায় না নামার জন্যও বাসিন্দাদের আর্জি জানানো হচ্ছে প্রশাসনের তরফে। জায়গায় জায়গায় মাইকে করে ঘোষণাও করা হচ্ছে।

শুক্রবার রানিখেতে ২৮ মিলিমিটার, লালঢাঙে ২৭, দেহরাদূনে ১৮, নৈনিতালে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দিনে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। দেরাদুন, উধমসিংহনগর, নৈনিতালে ২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


ভিডিও স্টোরি