শেষ আপডেট: 2nd February 2025 07:29
দ্য ওয়াল ব্যুরো: গ্রামের মাঠে পড়ে রয়েছে তরুণীর রক্তমাখা জামাকাপড়। অদূরের স্কুলেও রক্তের দাগ। পরে গ্রামের বাইরে একটি ড্রেন থেকে উদ্ধার হল নিখোঁজ তরুণীর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যার গ্রামে।
শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ২২ বছরের ওই তরুণী। পরিবারের অভিযোগ, পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ সক্রিয় হয়নি। এমনকী দেহ উদ্ধারের পরও পুলিশ দায়সারা ভাবে তদন্ত করছে বলে অভিযোগ।
পুলিশের সিইএও আশুতোষ তিওয়ারি অবশ্য সংবাদমাধ্যমকে বলেন, অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ করা হয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
গ্রামবাসী এবং নিহত তরুণীর পরিবারের অভিযোগ, শুক্রবার রাতেই মেয়ে নিখোঁজের কথা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু প্রথমে পুলিশ কোনও গুরুত্ব দেয়নি। শনিবার বিকেলের দিকে গ্রামের মাঠে রক্তমাখা জামাকাপড় পড়ে রয়েছে খবর পেয়ে নিখোঁজ তরুণীর পরিবার সেটি তাঁদের মেয়ের পোশাক বলে চিহ্নিত করেন।
পরে গ্রামবাসীরাই খোঁজখবর চালাতে গিয়ে গ্রামের বাইরের একটি ড্রেনে তরুণীকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়। গোটা ঘটনায় সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং ভীম আর্মির চন্দ্রশেখর আজাদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন যোগী রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও।