শেষ আপডেট: 8th January 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হারদোই জেলা থেকে খবর ছড়িয়ে পড়েছিল যে এক মহিলা তাঁর স্বামী এবং ৬ সন্তানকে ছেড়ে ভিখারির সঙ্গে পালিয়ে গেছেন। সেই ইস্যুতে তদন্ত শুরু পুলিশ। সেই তদন্তেই উঠে এসেছে কোনও ভিখারির সঙ্গে পালিয়ে যাননি মহিলা! বরং স্বামীর বিরুদ্ধেই বড়সড় অভিযোগ করেছেন তিনি।
রাজেশ্বরী নামের এই মহিলার স্বামী রাজু পুলিশের কাছে দাবি করেছিলেন, ননে নামের এক ভিখারির সঙ্গে চলে গেছেন স্ত্রী। তবে তিনি পালাননি, ননে কথার জালে ফাঁসিয়ে তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। রাজুর অভিযোগ ছিল, হয় তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়েছে, নয়তো কোনও ইস্যুতে ব্ল্যাকমেল করে পালাতে বাধ্য করা হয়েছে। কিন্তু রাজেশ্বরী নিজেই এখন স্বামীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেছেন, রাজু তাঁকে মারধর করতেন, তাই পালিয়ে গিয়ে আত্মীয়র বাড়িতে ছিলেন তিনি!
নিজের পালিয়ে যাওয়ার খবর শুনে নিজেই হারদোই থানায় এসেছিলেন রাজেশ্বরী। রাজুর নামে অভিযোগ দায়ের করে তিনি জানিয়েছেন, তাঁকে দীর্ঘদিন ধরে মানসিক এবং শারীরিক অত্যাচার করেছেন রাজু। বিগত কয়েকদিন ধরে মারধরের ঘটনা আরও বেড়েছিল। তাই তিনি নিজের আত্মীয়র বাড়িতে চলে গেছিলেন। পুলিশ এখন স্পষ্ট জানিয়েছে, মহিলার ভিখারি বা অন্য কারও সঙ্গে পালিয়ে যাওয়ার খবর ভুয়ো। তিনি নিজের পরিবারের সঙ্গেই আছেন।
গত ৩ জানুয়ারি বাজার যাচ্ছেন বলে রাজেশ্বরী বাড়িতে থেকে বেরিয়ে যান। কিন্তু তারপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। রাজুর দাবি ছিল, মোষ বিক্রি করে যে টাকা উপার্জন করেছিলেন তিনি তা নিয়েই পালিয়েছেন তাঁর স্ত্রী। আর এই ঘটনায় জড়িত ননে ভিখারি। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, প্রেমের ফাঁদে পড়েই ননের সঙ্গে পালিয়েছিলেন মহিলা। তবে এখন পুরো বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন খোদ রাজেশ্বরী।