শেষ আপডেট: 9th March 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: টাকাপয়সা নিয়ে বচসা। বন্ধুকে খুন করে পুঁতে দিল বছর ১৬-১৭ র কয়েকজন কিশোর। ঘটনা উত্তরপ্রদেশের প্রতাপগড়ের। চারজনকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম উজেইড খান। বয়স ১৬। প্রতাপগড়েরই একটি স্থানীয় স্কুলে পড়াশোনা করত সে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনদিন আগে ওই কিশোরের কয়েকজন বন্ধু তাকে বাড়ি থেকে বেরোতে বলে। বন্ধুদের সঙ্গে দেখা করতে সে বাড়ি থেকে বের হয়। তাকে একটি গাড়িতে তুলে এরপর খুন করা হয়।
দেহ লোপাট করতে পুরে ওঝা গ্রামের কাছে জঙ্গলে পুঁতে দেওয়া হয়। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় এদিকে পুলিশে নিখোঁজ ডায়েরি করে পরিবারের লোকজন। পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী পরীক্ষা করার পর খুনের কিনারা করতে পারে পুলিশ।
শনিবারই ঘটনায় চারজন অপ্রাপ্তবয়স্ককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে ও পুরে ওঝা জঙ্গলে নিয়ে যাওয়া হয়। মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। যেহেতু ধর্মীয় কারণে এলাকাটি স্পর্শকাতর, তাই বিশেষ পদক্ষেপ করা হয় প্রশাসনের তরফে।
এবিষয়ে অ্যাডিশনাল এস পি জানান, 'টাকাপয়সা নিয়ে ঝামেলায় হওয়ায় খুন। অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'