শেষ আপডেট: 11th March 2025 00:41
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রস্তাব (Marriage Proposal) দিয়েছিলেন প্রেমিকা। আর তা শুনে রেগে গিয়ে তরুণীর মুন্ডু কাটল (Beheading) যুবক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরাইচের ঘটনা। ঘটনার তদন্তে নেমে ২৪ বছর বয়সি যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রেমিকার কাটা মুন্ডুও।
কী কারণে এমন কাণ্ড?
পুলিশ জানিয়েছে, শুক্রবার বছর ছাব্বিশের তরুণীর দেহ স্থানীয় জগন্নাথপুর গ্রামের কাছে উদ্ধার হয়। প্রথমে নাম ও পরিচয় জানা না গেলেও পরে তদন্তে নেমে পুরো বিষয়টি পরিষ্কার হয় পুলিশের কাছে।
জানা গিয়েছে, তরুণী বিয়ের পর বাবা-মায়ের কাছেই থাকতেন। সেখানেই অভিযুক্ত যুবক আসিফ রাজা আলিয়াস ফয়জানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কের কথা জানাজানি হতেই তরুণী বিয়ের জন্য যুবককে লাগাতার চাপ দিতে থাকেন বলে অভিযোগ।
এরপর নিজের রাস্তা থেকে প্রেমিকাকে সরাতে বাইক মেরামতকারী এক বন্ধুর সাহায্যে চরম কাণ্ড ঘটিয়ে ফেলে ফয়জান। রবিবার খুনের দায়ে সেই বন্ধুকেও গ্রেফতার করেছে পুলিশ।
জেরায় পুলিশকে নিজের অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত। ফয়জান জানিয়েছে, বিয়ের জন্য লাগাতার চাপ দেওয়ার কারণেই বান্ধবীকে সে তার বান্ধবীকে খুন করেছে। পুলিশ আরও জানতে পেরেছে, অত্যন্ত ঠাণ্ডা মাথায় সুপরিকল্পিতভাবে প্রেমিকাকে খুন করেছে সে। প্রেমিকাকে মারার আগে দু'জনে হলে গিয়ে সালার নামে একটি তেলেগু সিনেমাও দেখেছিলেন।
গত ৬ মার্চ বৃহস্পতিবার রাতে সিনেমা দেখে বেরনোর পর ফয়জান তরুণীকে মিথ্যা বলে জগন্নাথপুর এলাকায় একটি পরিত্যক্ত খালের কাছে নিয়ে যায়। এরপর সেখানেই তাঁর মুন্ডু কাটে এবং সেটিকে আলাদাভাবে লুকিয়ে রাখে বলে অভিযোগ। ঘটনার একদিন পর অর্থাৎ শুক্রবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
এরপর নিজেকে বাঁচাতে রবিবার নেপালে পালানোর চেষ্টা করতেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং একে একে কাটা মুন্ডু ও খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধার করে বলে খবর। বর্তমানে অভিযুক্ত ও তার বন্ধুকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।