সাপের ভয় দেখিয়েই দিনের পর দিন নাবালিকা ভাগ্নীকে হেনস্থার অভিযোগ যুবকের বিরুদ্ধে (UP Man Molests Minor Girl)। ধৃতের মোবাইল থেকে উদ্ধার হয়েছে একাধিক অশ্লীল ভিডিও।
গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 22 May 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই বাড়িতে বেআইনিভাবে বিষধর কোবরা রেখে দিয়েছিল উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা মহম্মদ ইমরান। এই অভিযোগের তদন্ত করতে গিয়ে আরও একটি ঘটনা প্রকাশ্যে আসে। সেই সাপের ভয় দেখিয়েই দিনের পর দিন নাবালিকা ভাগ্নীকে হেনস্থার অভিযোগ যুবকের বিরুদ্ধে (UP Man Molests Minor Girl)। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের মোবাইল থেকে উদ্ধার হয়েছে একাধিক অশ্লীল ভিডিও।
পুলিশ সূত্রে খবর, ইমরান তার স্ত্রীকে নিয়ে ঝাঁসির রেলওয়ে কলোনি থানা এলাকায় ভাড়া থাকত। বনদফতরের কর্মীরা গোপনসূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয়। তল্লাশি চালিয়ে কোবরাটিকে উদ্ধার করে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। এছাড়া বহু জাল টাকাও উদ্ধার করা হয়।
ইমরানের মোবাইল বাজেয়াপ্ত করা হলে সেখান থেকেই একাধিক অশ্লীল ভিডিও সামনে আসে। ঘটনাচক্রে সেইসময় নাবালিকা বাড়িতেই ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে গোটা ঘটনাটি জানা যায়।
নিজের ভাগ্নিকেই দিনের পর দিন শ্লীলতাহানির (Molestation) অভিযোগ, এমনকি নাবালিকার অশ্লীল ভিডিও মোবাইলে রেকর্ডও করে সে। নির্যাতিতার বাবার সঙ্গে প্রায় এক লক্ষ টাকার প্রতারণার অভিযোগও রয়েছে ইমরানের বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নাবালিকাকে পোষা কোবরার ভয় দেখিয়ে এই ঘৃণ্য কাজ করত যুবক। পকসো আইনে ইমরানের স্ত্রীকেও আটক করা হয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে। কী কারণে কোবরাটিকে নিজেদের বাড়িতে রেখেছিলেন দম্পতি? জানতে চায় তদন্তকারীরা। প্রাথমিক অনুমান, মোটা টাকার বিনিময়ে সাপটি পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তের।
বুধবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছিল। আগামী ২৩ মে পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পকসো আইনে ইমরানের স্ত্রীকেও আটক করা হয়েছে।