স্ত্রীকে অনাহারে রেখে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানার ঘোষণাও করেন তিনি।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 May 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো: লোকে বলে ঝগড়া করলে নাকি প্রেম বাড়ে, সম্পর্ক মধুর হয়। কোন স্বামী আর স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না! তবে বর্তমানে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্ক (relationship between couples) নানা কারণে চরম তিক্ততায় এসে পৌঁছেছে। ফলে দেশের বিভিন্ন কোণ থেকে উঠে আসছে সম্পর্কের টানাপোড়েনের কাহিনি, যার চরম পরিণতি মৃত্যু।
এবারও তেমন এক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)।
২০২১ সালের এক মামলায়, স্ত্রীকে অনাহারে রেখে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে উত্তরপ্রদেশের এক আদালত। শনিবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জ্ঞানেন্দ্র ত্রিপাঠী অভিযুক্ত মনোজকে যাবজ্জীবন সাজার রায় দিয়েছেন। পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানার ঘোষণাও করেন তিনি।
সরকারি কৌঁসুলি সুনীল পাণ্ডে জানান, প্রয়াগরাজ জেলার বরেলি গ্রামের বাসিন্দা মনোজ তার স্ত্রী মমতাকে একটি ঘরে এক সপ্তাহ ধরে তালাবদ্ধ করে রেখেছিলেন। খাবার বা জলটুকু পর্যন্ত দেননি।
জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার পরই এই নিষ্ঠুর আচরণ শুরু হয়। মনোজের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরনো শুরু হলে সন্দেহবশত প্রতিবেশীরা পুলিশে খব দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তল্লাশি শুরু করতে চমকে ওঠেন সকলে। বিছানার নীচে একটি কম্বলের ভেতর মমতার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনার পর মমতার বাবা মনোজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
সরকারি কৌঁসুলি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট ও সেই সংক্রান্ত তদন্ত চলাকালীন প্রমাণিত হয়েছে যে, দীর্ঘদিন খাবার ও জল না পেয়েই মমতার মৃত্যু হয়েছে।