শেষ আপডেট: 7th January 2025 12:15
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। এবার সেই ঘটনারই ছায়া দেখা গেল উত্তরপ্রদেশে। আত্মহত্যা করার আগে ভিডিও রেকর্ড করে গেছেন যুবক। তাতে গ্রেফতারি চেয়েছেন স্ত্রী এবং শাশুড়ির! তাঁদের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে।
উত্তরপ্রদেশের হামিরপুরের এই ঘটনা এখন সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। ৩৫ বছরের রাজেশ কুমার স্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে ৪১ সেকেন্ডের একটি ভিডিও করে গেছেন তিনি। তাতে তাঁর স্ত্রী এবং শাশুড়ির গ্রেফতারি চেয়ে নিজের দুই সন্তানের কাস্টডি যাতে তাঁর বাবা-মাকে দিয়ে দেওয়া হয়, সেই আর্জিও ওই ভিডিওতে করে গেছেন রাজেশ।
আত্মহত্যার আগে করা রাজেশের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে তিনি বলছেন, 'আমি যদি সৎ হই, তাহলে আমি বিচার পাব। আমার সন্তানদের বাড়ি ফিরিয়ে আনা হোক এবং স্ত্রী-শাশুড়িতে জেলে পাঠানো হোক।' যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে ভিডিওতে রাজেশ কেন আত্মহত্যা করছেন, সেই কারণ জানাননি।
রাজেশের ভাই সন্তোষ পুলিশকে জানিয়েছেন, তাঁর দাদাকে দিনের পর দিন মানসিক অত্যাচার করা হত। ভুয়ো মামলায় ফাঁসানোর হুমকি দিতেন স্ত্রী এবং শাশুড়ি। হামিরপুর পুলিশের তরফে জানানো হয়েছে, গত ৩ জানুয়ারি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন রাজেশ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। যে ভিডিও তিনি বানিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।
সন্তোষ ইতিমধ্যে দাদার স্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সেই প্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে মুখ খোলেননি তাঁদের কেউ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাজেশের মৃত্যুর ঠিক আগের দিন বাড়ি থেকে সব গয়না এবং নগদ টাকা নিয়ে চলে গেছিলেন তাঁর স্ত্রী। পরে রাজেশ ফোন করে তা ফেরত চাইলে তাঁকে হুমকি দেন শ্বশুরবাড়ির লোকজন। সেইদিনই তিনি আত্মহত্যা করেন।