শেষ আপডেট: 6th March 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: মানুষ আর কত নৃশংস হতে পারে! দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণ, নারকীয়ভাবে হত্যার একাধিক খবর সামনে আসছে। এবার আরও একটি ঘটনা এই তালিকায় যুক্ত হল। উত্তরপ্রদেশে (Uttar Prades) এক ৫ বছর মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তার দেহ ৪ টুকরো করা হয়! যিনি অভিযুক্ত তিনি মৃতার বাবা (Father)! খুনের কারণ জেনে হতবাক পুলিশও (Police)।
সীতাপুরের বাসিন্দা মোহিতের সঙ্গে তাঁর প্রতিবেশীর ঝামেলা ছিল। কিন্তু তাঁর ৫ বছরের মেয়ে তানিকে তাঁরা খুবই ভালবাসত। তানিও মাঝেমধ্যে তাঁদের বাড়িতে যেত। আর এই কারণেই তাকে খুন হতে হল! পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে তাঁদের কাছে খবর আসে যে তানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তল্লাশি শুরু করার পর মেয়েটির দেহাংশর খোঁজ পায় পুলিশ। এরপর একে একে উদ্ধার হয় ৩টি অংশ। স্পষ্ট হয়ে যায় যে তাকে খুনই করা হয়েছে। কিন্তু কে করল খুন, তা বুঝে উঠতে পারছিল না পুলিশ।
প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, মোহিতের সঙ্গে ঝামেলার কারণে হয়তো তাঁর প্রতিবেশীই তানিকে হত্যা করতে পারে। কিন্তু মোহিতের ওপরই পুলিশ সন্দেহ বাড়ে কারণ সে নাকি বাড়ি ছেড়ে পালিয়েছিল মেয়ে নিখোঁজ হওয়ার পরই। এমনকী ফোনও নিজের সঙ্গে নিয়ে যায়নি। যদিও কিছুদিন পর সে ফিরে এসেই পুলিশের মুখোমুখি হয়। অল্প সময়ের মধ্যেই খুনের কথা স্বীকার করে মোহিত।
পুলিশকে সে জানিয়েছে, প্রতিবেশীর সঙ্গে তাঁর সম্পর্ক প্রথম থেকে খারাপ ছিল না। তবে সম্প্রতি একটি কারণে দু-পক্ষের ঝামেলা হয়। এরপর থেকে তানিকে সে তাঁদের বাড়ি যেতে বারণ করেছিল। কিন্তু মেয়ে কথাই শুনছিল না। বারবার বারণ করা সত্ত্বেও সেখানে যাচ্ছিল তানি। তাই রাগের মাথায় মেয়েকে খুন করেছে সে।
ঘটনার দিন মেয়েকে প্রতিবেশীর বাড়ি থেকে আসতে দেখেছিল মোহিত। তখনই সে তাকে বাইকে করে দূরে এক নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গলা টিপে খুনে করে দেহ ৪ টুকরো করে দিয়েছিল। এই ঘটনায় পুলিশ তো বটেই এলাকাবাসীও স্তম্ভিত।