শেষ আপডেট: 28th September 2024 12:38
দ্য ওয়াল ব্যুরো: ক্লাস ২-এর পড়ুয়াকে স্কুলের মধ্যে খুনের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। উত্তরপ্রদেশের হাথরাসের এই কাণ্ড যেন স্তম্ভিত করে দিয়েছে সকলকে। জানা গেছে, স্কুলের নামডাক বাড়াতে নাকি ১১ বছর বয়সি ওই পড়ুয়াকে শিক্ষকরাই ‘বলি’ দিয়েছেন! শুক্রবার সে স্কুল বন্ধ করে দিল সরকার।
জেলা শিক্ষা আধিকারিক স্বাতী ভারতী অভিযোগ পেয়েই ঘটনার তীব্র নিন্দা করে স্কুলটি বন্ধের নির্দেশ দেন। তাঁর স্পষ্ট অভিযোগ, স্কুলটি বেআইনিভাবে চালানো হচ্ছিল। অভিযোগ, ক্লাস ফাইভ অবধি স্কুলে পড়ানোর কথা থাকলেও নিয়ম ভেঙে ক্লাস এইট অবধি সেখানে পড়ানো হত।
স্কুলের উন্নতির জন্য কালাজাদু করে ক্লাস ২-এর পড়ুয়াকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। ঘটনায় স্কুলের ম্যানেজার-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাথরাসের শিক্ষা আধিকারিক স্বাতী ভারতী আরও জানান, স্কুলের ম্যানেজারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়েরের পাশাপাশি বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতেই রয়েছেন তাঁরা।
হাথরাসের সহকারী পুলিশ কমিশনার অশোক কুমার সিং জানান, গত ২৩ সেপ্টেম্বর হাথরসের ওই স্কুলে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটলেও বিষয়টি সামনে আসে বেশ কিছুদিন পর। মৃত ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল সত্য জানার চেষ্টা করছে পুলিশ।
মৃত নাবালক পড়ুয়ার বাবার অভিযোগ, ‘আমার ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ওর ঘাড়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে, শরীর নীল হয়ে গিয়েছিল। আমি চাই দোষীদের ফাঁসি হোক।’