শেষ আপডেট: 22nd October 2024 15:30
দ্য ওয়াল ব্যুরো: দুর্গা ভাসান নিয়ে উত্তরপ্রদেশের বহরাইচে ধর্মীয় অশান্তিতে এক যুবককে গুলি করে খুন করা হয়েছিল। সেই খুনে অভিযুক্তদের বাড়ি ভাঙার নোটিস দেয় শাসক বিজেপির সরকার। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এক আবেদনের পরিপ্রেক্ষিতে যোগী আদিত্যনাথ সরকারকে সম্ভাব্য বুলডোজার অভিযান নিয়ে পরোক্ষে সতর্ক করে দিল দেশের সর্বোচ্চ আদালত।
আদালত বলেছে, শীর্ষ আদালতের আগের নির্দেশ অমান্য করবে কিনা এটা রাজ্য সরকারের নিজস্ব এক্তিয়ারের বিষয়। তবে বুলডোজার বিচার নিয়ে আদালত বলেছিল অভিযুক্তের নির্মাণ যদি বেআইনি হয়, তাহলে সুপ্রিম কোর্ট নাক গলাবে না। আগামিকাল পরবর্তী শুনানি পর্যন্ত বহরাইচে অভিযুক্তের বাড়ি না ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সরকারও আদালতকে আশ্বস্ত করে বলেছে, সেই পর্যন্ত কোনও পদক্ষেপ করা হবে না।
মঙ্গলবার বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে জানায়, পরবর্তী শুনানি পর্যন্ত যেন কোনও ব্যবস্থা না নেওয়া হয়। আবেদনকারীদের পক্ষে আইনজীবী আদালতে বলেন, স্থানীয় প্রশাসন গত ১৩ অক্টোবরের হিংসাত্মক ঘটনার পর এই পরিবারকে বাড়ি ভাঙার নোটিস দেয়। আবেদনকারী বাবা ও দুই ভাই ইতিমধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।