শেষ আপডেট: 30th October 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: জমি নিয়ে ঝামেলার এমন পরিণতি যে এক মা'কে দেখতে হবে তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না। ছেলের কাটা মুণ্ডু কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেন মহিলা! অঝোরে কেঁদে চলেছেন তিনি, কিন্তু তার কান্না শোনার মতো কেউ নেই। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে।
চার দশকের বেশি সময় ধরে জমি নিয়ে বিবাদ চলছিল দুই পরিবারের। সেই ঝামেলা বুধবার চূড়ান্ত আকার ধারণ করে। তার জেরেই ১৭ বছর বয়সী অনুরাগের গলা কেটে খুন করে কয়েকজন। গলা কাটা সেই দেহ বহুক্ষণ পড়ে ছিল মায়ের সামনেই। ছেলের কাটা মুণ্ডু কোলে নিয়ে তিনি বসেছিলেন বেশ কয়েক ঘণ্টা!
পুলিশ সূত্রে খবর, গৌড়বাদশাপুর থানার অন্তর্গত কাবিরুদ্দিন গ্রামের একটি জমি নিয়ে দুই পরিবারের বচসা চলছে বহু বছর ধরে। বুধবার সেই কারণেই দুই পক্ষের ঝামেলা আরও তীব্র হয়। এই অবস্থায় অনুরাগকে কয়েকজন তাড়া করে। তাদের একজনের হাতে ছিল তরোয়াল। অনুরাগকে ধাওয়া করার সময়ে সেটিই চালায় সে। এক পলকে নাবালকের শরীর থেকে আলাদা হয়ে যায় মাথা।
জৌনপুরের এসপি জানিয়েছেন, ৪০ থেকে ৪৫ বছর ধরে দুই পরিবারের ঝামেলা। এই ঘটনা শোনার পরই তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। এলাকাবাসীর কয়েকজন জানান, নিহতের মা তার কাটা মুণ্ডু নিয়ে অনেকক্ষণ বসে ছিলেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং তাঁরা দোষীদের যত দ্রুত সম্ভব শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ধৃতদের নাম রমেশ এবং লাল্টা। তবে এদের মধ্যে কেউ খুন করেনি ওই নাবালককে। যে করেছে সে এখন পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ধৃতদের জেরা করে বাকি কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে।