শেষ আপডেট: 26th January 2025 07:39
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বস্তি জেলায় ৫০ বছর বয়সী আইনজীবী চন্দ্রশেখর যাদবকে অপহরণের পর মারধর করে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর শ্যালক রঞ্জিত যাদবকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) চন্দ্রশেখর যাদব কাপতানগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে নারায়ণপুর গ্রামের কাছে স্করপিও গাড়িতে করে তাঁকে অপহরণ করা হয়। তিনি ওইদিন ‘থানা সমাধান দিবস’ অনুষ্ঠানে যোগ দিতে কাপতানগঞ্জ গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, চন্দ্রশেখর যাদবকে অপহরণের পর অভিযুক্তরা মারধর করে ওয়াল্টারগঞ্জ এলাকায় রাস্তায় ফেলে দেয়। পরে তাঁদের গাড়ি দিয়ে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
বস্তি জেলার পুলিশ সুপার অভিনন্দন জানান, চন্দ্রশেখর যাদব তাঁর বোনের বিচ্ছেদ মামলায় আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন। তাঁর বোন ও শ্যালক রঞ্জিত যাদবের মধ্যে বিবাহ বিচ্ছেদ নিয়ে আর্থিক বিরোধ চলছিল। এর জেরেই রঞ্জিত যাদব এবং তাঁর ভাই সন্দীপ এই ঘটায় বলে ধারণা করা হচ্ছে। রঞ্জিত যাদবকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান চালাচ্ছে।