শেষ আপডেট: 19th February 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ধনকুবের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে তদন্তে ভারতের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মার্কিন শেয়ার-অর্থ নিয়ন্ত্রক সংস্থা। উল্লেখ্য, এর আগেই মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ভারতে একটি সৌরবিদ্যুৎ কোম্পানির চুক্তি আদায় করতে তাঁর সংস্থার বিরুদ্ধে প্রায় ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দানের অভিযোগ উঠেছিল। সেই তদন্তে নয়াদিল্লির কাছে সাহায্যের আর্জি জানিয়েছে মার্কিন তদন্তকারী সংস্থাটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (SEC) আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয় সাগর আদানির বিষয়ে তদন্তকাজ চালানোর জন্য ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধেই সরকারি আধিকারিকদের কাছ থেকে বরাত পাওয়ার জন্য ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ প্রদানের অভিযোগ রয়েছে। যাতে সংস্থার বিশ্বাসভঙ্গ হয়েছে বলে মার্কিন বিধিতে রয়েছে।
মার্কিন এসইসি নিউইয়র্কের আদালতে জানিয়েছে, তারা গৌতম ও সাগরকে অভিযোগ সংক্রান্ত কাগজপত্র পাঠাচ্ছে এবং ভারতের আইন ও বিচার মন্ত্রকের কাছে সহযোগিতা চেয়েছে যাতে তারা শিল্পপতিকে নোটিস পাঠাতে তাদের সাহায্য করে। প্রসঙ্গত কয়েকদিন আগেই ৬ জন মার্কিন কংগ্রেস সদস্য নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। যাতে বলা হয়েছিল, প্রাক্তন মার্কিন বিচার মন্ত্রক একটি সন্দেহজনক সিদ্ধান্ত নিয়েছিল। যেখানে আদানি গ্রুপের বিরুদ্ধে একটি ঘুষদানের অভিযোগ ছিল। যার ফলে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী দেশ ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আর তারপরেই গত নভেম্বরে ওঠা ঘুষের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে নয়া ট্রাম্প সরকার।