তুলসি গ্যাবার্ড ও মোদী
শেষ আপডেট: 11th March 2025 10:02
দ্য ওয়াল ব্যুরো: ভারত (India) সফরে আসছেন ট্রাম্প (Donald Trumph) সরকারের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড (Tulsi Gabbard) । ভারতীয় সময় মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে এই সফরের কথা জানিয়ে তুলসি লিখেছেন খুব শিগগির জাপান, হনলুলু এবং ভারত সফরে যাব।
তুলসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন। সামরিক কর্মকর্তা থেকে গোয়েন্দা প্রধান হিসাবে নিয়োগ পান গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিন। মোদীই ছিলেন তাঁর প্রধান বিদেশি অতিথি।
ইসকনের ভক্ত হিন্দু (Hindu) ধর্মাবলম্বী গ্যাবার্ড প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন কাজ করেছেন। প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর আলোচনায় গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে কথা হয়। দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর ট্রাম্প এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন। এক্স হ্যান্ডেলে তুসসি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যপূরণই হবে তাঁর এই সফরের উদ্দেশ্য।
সরকারি সুত্রের খবর, তুলসির সফরে ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তানের (Pakistan) জঙ্গি তৎপরতার বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানকে অবহিত করবেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর আলোচনাতেও এই বিষয়গুলি প্রাধান্য পেয়েছিল। কাশ্মীরে পাকিস্তানের জঙ্গি (militancy) তৎপরতা চেনা বিপদ ভারতের কাছে। নতুন বিপদ বাংলাদেশ। সেখানে গত বছর গণ-অভ্যুত্থানের পর পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়েছে। ইসলামিক ( Islamic) জঙ্গিদের একাংশ জেল ভেঙে পালিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
অন্যদিকে, একাধিক দাগি জঙ্গি জামিনে মুক্ত। এই পরিস্থিতিতে ভারত উদ্বিগ্ন। হাসিনা ( Sheikh Hasina) সরকারের পতনের পর বাংলাদেশের পাকিস্তান প্রীতি এবং আইএসআইয়ের (ISI) তৎপরতা বৃদ্ধি চিন্তার কারণ হয়েছে ভারতের জন্য। চলতি পরিস্থিতি বিশ্বব্যাপী মার্কিন প্রশাসনের জঙ্গিপনা, সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের পক্ষে বাধা হয়ে উঠতে পারে বলে তুলসিকে বোঝাবে ভারত।