Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট Bharat Bandh: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকে শুরু পুলিশের ধরপাকড়, ধস্তাধস্তি-বচসা
Illegal Immigrants

'পাগড়ি ডাস্টবিনে ফেলে দিয়েছিল, খেতে দিত না', ডিটেনশন ক্যাম্পের ঘটনা ব্যাখ্যা তরুণের

রবিবার যে ১১২ জন ভারতীয় দেশে ফিরেছেন তাদের মধ্যে ছিলেন জতিন্দর। অবৈধভাবে আমেরিকা পৌঁছনোর পরই তিনি গ্রেফতার হয়েছিলেন।

'পাগড়ি ডাস্টবিনে ফেলে দিয়েছিল, খেতে দিত না', ডিটেনশন ক্যাম্পের ঘটনা ব্যাখ্যা তরুণের

ফাইল ছবি

শেষ আপডেট: 17 February 2025 06:09

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দফায় ১০৪ জন, গত শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন এবং রবিবার তৃতীয় দফায় ১১২ জন অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এই সকল নাগরিক পাঞ্জাব, হরিয়ানা ছাড়াও গুজরাত, হিমাচল, উত্তরাখণ্ডের বাসিন্দা। ইতিমধ্যে যারা আমেরিকা থেকে ফিরেছেন তাঁদের অনেকেই দাবি করেছেন, কীভাবে তাঁদের 'অত্যাচার' করা হয়েছে সে দেশের ডিটেনশন ক্যাম্পে। এমনই আরও এক ঘটনার উল্লেখ করলেন জতিন্দর সিং নামের এক ২৩ বছরের তরুণ। 

রবিবার যে ১১২ জন ভারতীয় দেশে ফিরেছেন তাদের মধ্যে ছিলেন জতিন্দর। অবৈধভাবে আমেরিকা পৌঁছনোর পরই তিনি গ্রেফতার হয়েছিলেন এবং ডিটেনশন ক্যাম্পে প্রায় ২ সপ্তাহ ছিলেন। দেশে ফিরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জতিন্দর। সেখানে তিনি জানিয়েছেন, ক্যাম্পে থাকাকালীন তাঁর সঙ্গে কী কী হয়েছিল। 

জতিন্দরের দাবি, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পরই তাঁর পাগড়ি জোর করে খুলে নেয় মার্কিন সেনা। বারবার বলা সত্ত্বেও তা ফেরত দেওয়া দূর, ডাস্টবিনে ফেলে দেয় তাঁরা! এরপর বেশ কয়েকদিন তাঁকে ঠিক মতো খেতে দেওয়া হয়নি, মারধরও করা হয়েছে। যুবক এও জানিয়েছেন, প্রচণ্ড খিদের মধ্যে তাঁকে শুধু একটি চিপসের প্যাকেট এবং জুস দেওয়া হত। আর কোনও খাবার পেতেন না তিনি। 

অবৈধভাবে আমেরিকা যাওয়া সকল ভারতীয়ই জানিয়েছেন তাঁরা এজেন্টকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন। জতিন্দরও তার ব্যতিক্রম নন। তিনি ৫০ লক্ষ টাকা দিয়ে আমেরিকা গেছিলেন বলে জানিয়েছেন। পানামার জঙ্গলে রাত কাটাতে হয়েছে তাঁকে, তারপর মেক্সিকো বর্ডার পার করে আমেরিকা প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে সীমান্তেই তিনি ধরা পড়েন। এর আগে দু'দফায় দেশে ফেরানো অবৈধ ভারতীয়দের পায়ে-কোমরে চেন বেঁধে তোলা হয়েছিল বিমানে। এবারও সেই কাজ করা হয়েছে বলে দাবি করেছেন জতিন্দর।

অনেক আমেরিকা-ফেরত ভারতীয়রা বলেছেন তাঁদের বাক্সের মতো বিমানে ধাক্কা মেরে ঢোকানো হয়েছে। এইসব নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া, মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এমন অভিযোগ এলে তাঁরা উচ্চ পর্যায়ে অভিযোগ জানাবেন। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়নি নয়াদিল্লি। 


ভিডিও স্টোরি