শেষ আপডেট: 20th January 2025 22:48
দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার জন্য মানুষ কত কিছু করে। সে বাড়ি থেকে পালিয়েই হোক বা পরিবারের কথা অমান্য, প্রেমের সম্পর্কের কাছে সবকিছুই তুচ্ছ। প্রেমের জন্য শুধু ঘর নয়, দেশ থেকে পালিয়ে ভালবাসার মানুষের হাত ধরার গল্প নতুন কিছু নয়। তবে এটাও ঠিক ভালবাসলে কোনও বাধা অতিক্রম করা মুশকিল নয়। ১০ বছরের সম্পর্ককে পরিণতি দিতে বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেললেন উত্তর প্রদেশের এক তরুণী। সমাজের সব নিয়মকে বুড়ো আঙুল দেখাতেই রীতিমতো চর্চা শুরু হয়েছে দম্পতিকে নিয়ে।
জানা গেছে, উত্তর প্রদেশের বস্তি জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা সাদ্দামের সঙ্গে দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। কিন্তু আচমকা পরিবারের অসম্মতির কারণে বেঁকে বসেন যুবক। ছেড়ে দেননি তরুণীও। শনিবার সোজা কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ জানান, সাদ্দাম ও তাঁর পরিবারের বিরুদ্ধে।
পুলিশ সূত্রের খবর, তরুণী সাদ্দামের বিরুদ্ধে জোর করে গর্ভপাত, বিয়ের অজুহাতে ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেন। এরপর দু'জন নিজের ইচ্ছায় বিয়ে করেন।
জানা গেছে, নগর বাজারের বাসিন্দা সাদ্দাম হুসেনের একই গ্রামের ৩০ বছর বয়সি তরুণীর সঙ্গে প্রেম ছিল। তবে বিয়েতে সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় জাতিগত বিরোধ।
তবে ছেড়ে দেননি হিন্দু তরুণী, মুসলিম ছেলেকে ভালবাসলেও বিয়ের সময় সাদ্দামকে শিবশঙ্করে ধর্মান্তরিত করে বিয়েও করেন (Muslim to Hindu)।
শনিবার অভিযোগ দায়েরের পর রবিবার রাতে স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী সাদ্দাম ও তরুণীর বিয়ে হয়। ধর্ম পরিবর্তন করে যুবক সাদ্দাম থেকে হন শিবশঙ্কর সোনি। জানা গেছে, সাত পাক ঘুরে, মালাবদল করে দু'জনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।