শেষ আপডেট: 27th January 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: ব্যবসায় ঘাত-প্রতিঘাত, লাভ-লোকশান থাকেই। আর থাকে বিশ্বাসঘাতকতা। রাজস্থানের যোধপুরের এক বৃদ্ধও তাঁর পার্টনারের বিশ্বাসঘাতকতার শিকার। আর এরই প্রতিশোধ নিতে ঠগ পার্টনারের সন্তানদের খুন করে তাদের মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হল।
জোড়া খুনের অভিযোগ ৭০ বছর বয়সি শ্যাম সিং ভাটির বিরুদ্ধে। জানা গিয়েছে, প্রদীপ দেবসাই নামে এক ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে চুড়ির কারখানা চালাত শ্যাম। প্রদীপ নাকি শ্যামকে ব্যবসায় ঠকিয়েছিলেন। আর এরই প্রতিশোধ নিতে প্রদীপের দুই সন্তানকে খুন করে শ্যাম।
পুলিশ জানিয়েছে, তামান্না ওরফে তন্নু (১২) ও শিবপাল (৮) গত ২৪ জানুয়ারি শুক্রবার বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হলেও আর ফেরেনি। পরের দিন তাদের পরিবার বোরানাডা থানায় অভিযোগ দায়ের করে।
জানা গিয়েছে, স্কুল থেকে পার্টনারের ওই দুই সন্তানকে তুলে নিয়ে আসে শ্যাম সিং। এরপর নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাদের খুন করে দেহ ঝুলিয়ে রাখে বলে অভিযোগ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, যোধপুরের বোরানাডায় এই ঘটনা ঘটে। রোববার ২ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পেয়েছে, যাতে ভাটি লিখেছিল যে তার সঙ্গী 'বিশ্বাসঘাতকতা' করেছেন। যে কারণে সে নিজেও আত্মহত্যা করতে চেয়েছিল।
জানা গেছে, বাড়ির পাশেরই একটি স্কুলে পড়ত দেবসাইের দুই সন্তান। সেখান থেকে দু'দিন আগে শ্যাম সিং ভাটি তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে তুলে নিয়ে যায়। এরপর বোরানাডার জৈন মন্দিরের পাশের চুড়ি কারখানার কাছে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের খুন করে লাশ ঝুলিয়ে দেয় ভাটি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভাটি চুড়ির কারখানায় টাকা বিনিয়োগ করেছিল। দেবসাই সেখানকার কারিগর ছিলেন। দেবসাই অংশীদারিত্ব ভেঙে দেওয়ার ফলে শ্যাম সিংয়ের আর্থিক ক্ষতি হয়। দেবসাইকে শ্যাম সিং ২০ বছর ধরে চিনত।
ডিসিপি জানিয়েছেন, অভিযুক্ত ভাটি এখনও পলাতক। তবে তাঁকে গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।