শেষ আপডেট: 20th July 2024 11:12
দ্য ওয়াল ব্যুরো: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মনোজ সোনি পদত্যাগ করলেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত বলে তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন।
শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়করের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে ইউপিএসসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মহারাষ্ট্রের বাসিন্দা ওই তরুণী অফিসারের বিরুদ্ধে শুক্রবার এফআইআর করেছে ইউপিএসসি। কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর চিঠি ধরিয়েছে ইউপিএসসি।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, নথি জাল করে বিশেষভাবে সক্ষম কোটায় চাকরি পেয়েছেন তিনি। ইউপিএসসি-র ভূমিকা নিয়েও এর ফলে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কী করে ইউপিএসসি-র মতো প্রতিষ্ঠান সব কিছু যাচাই না করে ওই তরুণীকে মনোনীত করেছিল। সর্ষের মধ্যে ভূত থাকার অভিযোগও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
মনে করা হচ্ছে চেয়ারম্যানের পদত্যাগের পিছনে এই অস্বস্তিকর পরিস্থিতিও একটি কারণ হতে পারে। তবে নিয়ম হল, রাষ্ট্রপতিকে লেখা চিঠি হলেও তা প্রধানমন্ত্রীর দফতরের অধীনে থাকা ডিপার্টমেন্ট অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গোটা বিষয়টি খতিয়ে দেখবে। তারা এখনও পদত্যাগপত্র নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
তবে সোনির ঘনিষ্ঠ মহলের দাবি পুজার ঘটনার সঙ্গে চেয়ারম্যানের পদত্যাগের কোনও সম্পর্ক নেই। তিনি দিন পনেরো আগে পদত্যাগপত্র পাঠান। সরকার সেটা এখনও গ্রহণ করেনি। সোনি আগেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, তিনি সামাজিক এবং আধ্যাত্মিক কাজে সময় দিতে চান। তিনি ২০২৩-এর ১৬ মে দায়িত্ব নেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৯-এর ১৫ মে।