শেষ আপডেট: 9th November 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো: লখনউতে এই প্রথম ইলেকট্রিক ডবল ডেকার বাস চলবে। জানা যাচ্ছে এই সিটি বাস কামতা থেকে বিমানবন্দর পর্যন্ত যাবে। প্রায় ৩০ কিলোমিটার রুটের এই বাসের সর্বনিম্ন ভাড়া ১২ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৪৫ টাকা। প্রায় ৫০০ মানুষ সারাদিনে এই বাসে যাতায়াত করবে বলে আশা করা হচ্ছে।
এই ডবল ডেকার বাসটি নভেম্বর থেকে লখনউ-এর প্রধান মোড়গুলোতে থামবে। সেই তালিকায় রয়েছে কামতা, হুসদিয়া, একানা স্টেডিয়াম, সুডা অফিস, অহিমাউ, অবধ শিল্পগ্রাম, উত্তরেটিয়া, রমাবাই ময়দান, পরিবহন নগর, বিমানবন্দর মোড়। কাল অর্থাৎ ১০ নভেম্বর থেকে শহরের এই ডবল ডেকার বাস চলাচল করতে দেখা যাবে।
???? CM Yogi Adityanath launches Uttar Pradesh's first double-decker electric bus in Lucknow. pic.twitter.com/3XnqJc7o4e
— Indian Tech & Infra (@IndianTechGuide) November 9, 2024
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পতাকা উন্মোচন করেন। তারপর ট্রায়াল রানের সময় স্কুলের শিশুদের বাসে যাতায়াতের ব্যবস্থা করা হয়। এই বাসটি লখনউ দর্শন করিয়ে গোমতী নগরের আম্বেদকর পার্ক, জনেশ্বর মিশ্র পার্ক হয়ে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানেই ফিরে আসবে। কামতা থেকে বাসটি শহিদ পথ হয়ে বিমানবন্দরের দিকে যাবে।
সিটি ট্রান্সপোর্টের এমডি আরকে ত্রিপাঠি জানান, বাসটি চলবে প্রায় ৩০ কিলোমিটার। সব প্রস্তুতি হয়েগেছে ইতিমধ্যেই। বাসটিতে ৬৫টি আসন রয়েছে। ইলেকট্রিক বাসের কারণে দূষণও হবে না বলে জানিয়েছেন তিনি।