শেষ আপডেট: 2nd March 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: প্রিয় পোষ্য বিড়ালের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি ৩২ বছর বয়সী পূজা। টানা দু'দিন বিড়ালের মৃতদেহ আগলে রেখে তার ফিরে আসার অপেক্ষা করেছিলেন। কিন্তু যখন সম্বিত ফেরে, বুঝতে পারেন পোষ্য আর ফিরবে না, তখনই চরম সিদ্ধান্ত নেন। শেষ করে দেন নিজের জীবন। ঘটনা উত্তরপ্রদেশের আমরোহার।
প্রায় আট বছর আগে দিল্লির এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল পূজার। তবে মাত্র দু’বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় ও তিনি মায়ের সঙ্গে বাবার বাড়িতে ফিরে আসেন। নিঃসঙ্গতা কাটাতে এক পোষ্য বিড়ালকে দত্তক নেন। কোনওকিছুই যখন তাঁর কাছে নেই, তখন তাঁর একমাত্র সঙ্গী হয়ে ওঠেন ওই পোষ্যটি।
বৃহস্পতিবার সেই বিড়ালের মৃত্যু হলে পূজা মানসিকভাবে ভেঙে পড়েন। পূজার মা গজরা দেবী বিড়ালটিকে কবরস্থ করার পরামর্শ দেন কিন্তু তিনি রাজি হননি। তাঁর বিশ্বাস ছিল, বিড়ালটি ফিরে আসবে। মৃত বিড়ালের দেহ আঁকড়ে ধরে বসেছিলেন বাড়িতেই।
শনিবার দুপুরে পূজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাত প্রায় আটটার সময় মা গজরা দেবী মেয়ের খোঁজ নিতে গিয়ে দেখেন, পূজা সিলিং ফ্যানে ঝুলছেন, আর তার পাশে পড়ে আছে মৃত বিড়ালের দেহটি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ও পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ফরেনসিক দলও প্রমাণ সংগ্রহ করেছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।