শেষ আপডেট: 5th September 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো: অ্যাম্বুল্যান্সে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায়। জানা গিয়েছে, ৩০ অগাস্ট ওই মহিলা তাঁর অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতাল থেকে ফিরছিলেন। সেসময় শ্লীলতাহানির ঘটনাটি ঘটে। এরপর তাঁর স্বামীকে অক্সিজেন খুলিয়ে অ্যাম্বুল্যান্স থেকে ফেলে দেওয়া হয় রাস্তায়। মহিলাকেও একই সঙ্গে ফেলে দেয় অভিযুক্তরা।
গোরক্ষপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা চলাকালীন পরে মৃত্যু হয় ওই মহিলার স্বামীর।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওই ব্যক্তি। তাঁকে ওই মহিলা বাড়ির কাছের এক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা সেখান থেকে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে। বেসরকারি হাসপাতালের খরচ বহন করার ক্ষমতা না থাকায় মহিলা ওই ব্যক্তিকে ফের বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ও সেই মতো অক্সিজেন সাপোর্ট নিয়ে অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফিরছিলেন।
ফেরার পথেই অ্যাম্বুল্যান্স চালক তাঁকে সামনের সিটে বসতে জোর করতে থাকে এবং শ্লীলতাহানি করে। মহিলা প্রতিবাদ করলে তাঁর স্বামীর অক্সিজেন খুলে নিয়ে তাঁকে অ্যাম্বুল্যান্স থেকে ফেলে দেয়। মহিলার সঙ্গেও একই ঘটনা হয়।
মহিলার অভিযোগ, ওই অ্যাম্বুল্যান্স চালক, তাঁর গয়নাও লুটে নিয়েছে। অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়ার পর তাঁর স্বামীর অবস্থা খারাপ হতে থাকে ও রাস্তায় ওভাবে ফেলে দেওয়ায় চোটও পান। পরে পরিবারের তরফে পুলিশকে খবর দেওয়া হয় ও পুলিশ ওই অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মহিলার আরও অভিযোগ, পুলিশ এই ঘটনায় ওই অ্যাম্বুল্যান্স চালক বা তার সহকারীকে ধরেনি এখনও। তিনি গাজ়িপুর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন।