শেষ আপডেট: 12th September 2024 12:57
দ্য ওয়াল ব্যুরো: গত জুলাই মাস থেকে নেকড়ে আতঙ্কে কোণঠাসা উত্তরপ্রদেশের মানুষ। বাহরাইচে পরপর নেকড়ের হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আপাতত ৫টি নেকড়েকে ধরা হলেও একটি এখনও ত্রাস ছড়াচ্ছে। তারই হামলায় এবার গুরুতম জখম হলেন বছর ৫০-এর এক মহিলা। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে। নিজের ঘরেই শুয়েছিলেন ওই মহিলা। পরিবারের অন্যরা পাশের ঘরে ছিল। তবে মহিলার ঘরের দরজা কোনও ভাবে খোলা ছিল। ওই সুযোগেই লুকিয়ে থাকা নেকড়েটি ঘরে ঢুকে পড়ে। তারপর সোজা গিয়ে কামড় বসায় ওই মহিলার গলায়, তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে! সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি। সেই আওয়াজে পরিবারের বাকিরা তো বটেই, প্রতিবেশীরাও চলে আসেন। তখনই পালিয়ে যায় নেকড়েটি।
রায়পুরের কোরিয়ান টেপরা গ্রামের ওই বাসিন্দার নাম পুষ্পা দেবী। তাঁকে এই মুহূর্তে বাহরাইচ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই নেকড়ের হামলায় প্রাণ গেছে ৯ জনের। যার মধ্যে ৮ জনই শিশু। পাশাপাশি আহত হয়েছেন ২৫ জনের বেশি। গত মঙ্গলবার পঞ্চম নেকড়েটিকে ধরেছিল রাজ্যের বন দফতর। কিন্তু বাকি একটিই এখনও পর্যন্ত তটস্থ করে রেখেছে সকলকে।
বাহরাইচে আপাতত জারি রয়েছে 'অপারেশন ভেড়িয়া'। নেকড়ে ধরতে ২৫টি দল তৈরি হয়েছে। ১৮ জন শার্পশুটারও রাখা হয়েছে যাতে খাঁচা পাতার পাশাপাশি বন্দুক হাতেও নেকড়ে অভিযান চলে। পঞ্চম নেকড়েটিকে ঘাঘরা নদীর কাছে হরবক্ষ পুরওয়া গ্রাম থেকে ধরেছে বন দফতর। এখনও একটি নেকড়ে ধরা বাকি। তাই আতঙ্ক কাটেনি গ্রামবাসীদের।