সংগৃহীত ছবি
শেষ আপডেট: 24 March 2025 09:13
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাবার, সন্দেহের জেরে নিজের বাবার গলা কেটে খুন করলেন যুবক। পরে দেহ ফেলে দিলেন জঙ্গলে। নিজেই অভিযোগ দায়ের করেন পুলিশে। কাঠগড়ায় তোলেন অজ্ঞাত পরিচয় কয়েকজনকে। পরে পুলিশ বুঝতে পেরে ওই যুবককে গ্রেফতার করে। ঘটনা উত্তরপ্রদেশের বাঘপতের।
বেদপাল নামের ওই যুবকের দাবি, বাবা ঈশ্বর, যা রোজগার করতেন দিয়ে দিতেন ছেলের বৌকে। কিন্তু ছেলেকে মানে বেদপালকে কিছুই দিতেন না। সমস্যায় পড়লেও বাবার থেকে কোনও সাহায্য পাননি তিনি। বেদপাল এসব দেখে নিজের স্ত্রীর সঙ্গে বাবার সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। মনে করতেন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁরই বাবার সঙ্গে।
কিছুদিন আগে বাবার গলা কেটে খুন করেন বেদপাল। দেহ লোপাটের উদ্দেশে ফেলে দেন জঙ্গলে। যাতে কারও কোনও সন্দেহ না হয়, সেজন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে বুঝতে পারে, বাইরের কারও এই খুনের পিছনে হাত নেই। তখনই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। জানা যায়, আর কেউ নন, এই খুনের পিছনে হাত রয়েছে ঈশ্বরের ছেলের।
পুলিশ বেদপালকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কথা স্বীকার করেন তিনি। গ্রেফতার করে পুলিশ।
বাঘপতের অতিরিক্ত পুলিশ সুপার এনপি সিং এবিষয়ে জানিয়েছেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।