শেষ আপডেট: 2nd January 2025 20:23
দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকে পরিচয়। বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে কাঁটাতার পেরল উত্তরপ্রদেশের যুবক। পাকিস্তানে প্রবেশ করার চেষ্টার পর অবশ্য জানতে পারেন বান্ধবী এই প্রস্তাবে রাজি নয়। প্রস্তাব গ্রহণ তো দূর, স্থানীয় পুলিশে খবর দিয়ে তাঁকে ধরিয়ে দেন তরুণী।
উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা বাদল বাবু। কিছুদিন আগে তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ হয় পাকিস্তানের ২১ বছর বয়সি সানা রানির। দু'জনের বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বে ভর করে বাদল বাবু পৌঁছে যান পাকিস্তানে। কাঁটাতার পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন জেলায় ঢুকলে তাঁকে গ্রেফতার করা হয়। অনুমতি ছাড়া কাঁটাতার পেরনোর অভিযোগে তাঁকে হেপাজতে নেয় পুলিশ।
জানা যায়, ওই তরুণীই পুলিশে গোটা বিষয়টি জানান। বাদল বাবু বিয়ের প্রস্তাব দিতে গেলেও তরুণী সটান জানিয়ে দেন, এমন কিছুই তিনি ভাবছেন না। বিয়ে সংক্রান্ত কিছুতেই তিনি আগ্রহী নন।
পুলিশ বাদল বাবুর কথা রেকর্ড করেছে। তাঁদের দেখা হয়েছিল কিনা সেবিষয়ে কিছু জানা যায়নি। ওই তরুণী কোনও চাপে পড়ে এই বিয়ের প্রস্তাব খারিজ করছে কিনা সেনিয়েও দ্বন্দ্বে রয়েছে পুলিশ।
এক গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি নিয়েই পাকিস্তানে সানার পরিবার ও সানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাকিস্তানের ফরেন অ্যাক্ট সেকশন ১৩ ও ১৪ অনুযায়ী মামলা রুজু হয়েছে। কোনও পরিচয় পত্র ছাড়াই বাদল বাবু পাকিস্তান গেছেন ফলে সেনিয়েও খতিয়ে দেখা হচ্ছে। ১০ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে সেখানকার আদালত।
এই প্রেমের কাহিনীর সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন বীরজারার। তবে, এমন ঘটনা প্রথম নয়। এর আগেও প্রেমের টানে পাকিস্তান গেছিলেন অঞ্জু নামের এক ভারতীয় মহিলা। যদিও তাঁদের প্রেম নিকাহ-এ পরিণতি পেয়েছিল।