শেষ আপডেট: 21st November 2023 15:41
দ্য ওয়াল ব্যুরো: রোগে ভুগে ভুগে আর জুঝতে পারেনি ৫ বছরের ছোট্ট মেয়ে। মৃত্যুর কাছে হার মেনেছিল সে। চোখের জল ফেলতে ফেলতেই নিজে হাতে কবর খুঁড়ে তাঁকে মাটি দিয়েছিলেন বাবা। কিন্তু মন মানছিল না। পরেরদিন সকাল হতেই চলে গিয়েছিলেন মেয়ের সমাধিস্থলের কাছে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন, তাতে শোক ভুলে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। দেখলেন, কবর খুঁড়ে তুলে আনা হয়েছে তাঁর মেয়ের মৃতদেহ। আর তার পাশেই শুয়ে রয়েছে এক যুবক!
ঘটনাটি উত্তরপ্রদেশের বারাণসীর। দশাশ্বমেধের বাসিন্দা ওই এক ব্যক্তির ৫ বছর বয়সি মেয়ের মৃত্যু হয়েছিল বুধবার। রেওয়ারি তালাব এলাকায় একটি কবরস্থানে নিজে হাতে মেয়েকে সমাহিত করে এসেছিলেন তিনি। পরেরদিন ভারাক্রান্ত মনে মেয়ের সমাধিস্থলে গিয়ে হাজির হন তিনি। কিন্তু জায়গায়টি এলোমেলো হয়ে রয়েছে দেখে তাঁর মনে সন্দেহ জাগে। নিজের হাতেই ফের মেয়ের কবর খোঁড়েন তিনি। তাতেই দেখা যায়, শিশুটির মৃতদেহ সেখানে নেই!
এরপর এদিক সেদিক খুঁজতেই মেয়ের দেহ দেখতে পাওয়া যায়। কিন্তু হতবাক হয়ে ওই ব্যক্তি দেখেন, মেয়ের দেহের পাশেই শুয়ে ঘুমোচ্ছে বছর ত্রিশের এক যুবক!
এরপরেই ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর দাবি, ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল। তাঁর মেয়ের মৃতদেহের উপর যৌন নির্যাতন করা হয়েছে। এরপরেই পুলিশ মহম্মদ রফিক নামে ৩০ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির ২৯৭ ধারায় রফিকের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক মহিলা সহ তিনজন চিকিৎসকের একটি দল গঠন করে মৃতদেহের আবার ময়নাতদন্ত করা হয়েছে। তার রিপোর্টে চিকিৎসকরা সন্দেহ প্রকাশ করেছেন, নাবালিকার উপর মৃত্যুর পর যৌন নির্যাতন করা হলেও হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অভিযুক্তের ডিএনএ প্রোফাইলিং করানোর সুপারিশ করেছেন। পুলিশ জানিয়েছে,এ ব্যাপারে আদালতে আর্জি জানাবে তারা।