শেষ আপডেট: 13th January 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা (Maha kumbh Mela 2025)-র শাহী স্নান শুরু হয়েছে সোমবার। আর প্রথমেই অন্তত ৫০ লক্ষ মানুষ গঙ্গা-যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। কুম্ভমেলার এই ভিড়কে বিশ্বের সর্বাধিক জমায়েত বলেন অনেকে। আর এই জমায়েত থেকে চলতি বছর উত্তরপ্রদেশ সরকার কত টাকা লাভ করতে পারে সেই অঙ্ক শুনে অনেকের মাথা ঘুরে যাচ্ছে।
এ বছর কুম্ভমেলায় আনুমানিক ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সেই প্রেক্ষিতেই হিসেব করে দেখা গেছে, এই কুম্ভমেলা থেকে উত্তরপ্রদেশ প্রশাসনের লাভ হতে পারে অন্তত ২ লক্ষ কোটি টাকা! এই সংখ্যাটা ৪ লক্ষ কোটিও হতে পারে বলে অনুমান করা হয়েছে।
৪ হাজার হেক্টর জমির ওপর আয়োজন করা হয়েছে এই কুম্ভমেলা। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৫ দিনের এই মেলার জন্য উত্তরপ্রদেশ সরকারের বাজেট ৭ হাজার কোটি টাকা। তবে তাঁদের লাভ হতে পারে ২ থেকে ৪ লক্ষ কোটি।
কীভাবে?
ধরা হয়েছে আনুমানিক ৪০ কোটি লোক যদি মেলায় এসে মাথাপিছু ৫ হাজার টাকা খরচ করে তাহলেই ২ লক্ষ কোটি টাকার মতো লাভ হতে পারে। আর মাথাপিছু ১০ হাজার টাকা করে খরচ হলেই সেই লাভ বেড়ে দাঁড়াতে পারে ৪ লক্ষ কোটি টাকা। এই সংখ্যার নিরিখে বলা যায়, কুম্ভমেলার পর দেশের জিডিপি প্রায় ১ শতাংশ বাড়তে পারে।
২০১৯ সালে উত্তরপ্রদেশ সরকার 'অর্ধ কুম্ভমেলা' আয়োজন করেছিল। সেই মেলায় ২৪ কোটি ভক্তের সমাগম হয়েছিল। আর রাজ্যের লাভ হয়েছিল ১.২ লক্ষ কোটি। তাই এই কুম্ভমেলা থেকে ২ থেকে ৪ লক্ষ কোটি টাকা লাভ এমন কিছু ব্যাপার নয়। ব্যবসায়ী মহলের অনুমান, শুধুমাত্র জল, বিস্কুট, জুস বিক্রি করেই ২০ হাজার কোটি টাকার লাভ হতে পারে।