Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মুখ খুললেই বিতর্ক! তাই কি মুখে কুলুপ আঁটলেন কেষ্ট-কাজল? কৌতূহল সব মহলে'আমি তো একটানা ৩৮ ঘণ্টা শ্যুট করেছি...' দীপিকার ৮ ঘণ্টার কাজের ইস্যুতে মুখ খুললেন ওয়ামিকা'পঞ্চায়েত' থেকে কত পারিশ্রমিক পান সচিবজি, প্রধানজি, বিকাশ? জানতে আগ্রহের শেষ নেই দর্শকেরচোকার্স বদনাম এবার কি ঘুচবে? গত পাঁচটি আইসিসি টুর্নামেন্টে কিন্তু দাপট দেখিয়েছে প্রোটিয়ারামেয়ের আকাশ ছোঁয়ার স্বপ্ন অধরাই, বিমান দুর্ঘটনায় অথৈ জলে গুজরাতের শ্রমজীবী পরিবারবিবাহিত মানেই বঞ্চিত? রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট, কোন মামলাSeat 11A: দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনা, দুই বেঁচে ফেরায় অদ্ভুত মিল! নেপথ্যে সেই ‘মিরাকল সিট’বাজারে গিয়ে আক্রান্ত মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, তুমুল উত্তেজনা খাতড়ায়সুশান্তের মৃত্যুতে এখনও অধরা কারণ! পাঁচ বছর পর আদালতে জমা হল রিপোর্ট, জানালেন বোন শ্বেতামহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্যের নির্দেশ সাংসদ অভিষেকের
Uttar Pradesh Incident

'আমি তোমায় না পেলে...' প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করতে চাইল যুবক, রাজি না হতেই খুনের চেষ্টা

সম্পর্কে বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিকার পিছু ছাড়েনি যুবক। অভিযোগ, তরুণীকে লাগাতার হুমকি দেওয়া হত। 

'আমি তোমায় না পেলে...' প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করতে চাইল যুবক, রাজি না হতেই খুনের চেষ্টা

ভাইরাল ছবি

শেষ আপডেট: 18 May 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: 'যদি তুমি আমার না হও, তাহলে কারও হবে না', সম্পর্ক ভেঙে যাওয়ার পরও প্রাক্তন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব। রাজি না হওয়ায় তাকে পার্কে ডেকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh Incident) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, এক বছর আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের বাসিন্দা অমন সোঙ্কারের সঙ্গে বছর আঠেরোর তরুণীর পরিচয় হয়েছিল। দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পরই তরুণী জানতে পারেন, ওই যুবক একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এরপরই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান তরুণী।

সম্পর্কে বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিকার পিছু ছাড়েনি যুবক। অভিযোগ, তরুণীকে লাগাতার হুমকি দেওয়া হত। তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন নম্বর থেকে ফোন করেও হুমকি দেওয়া হচ্ছিল। যুবককে একাধিকবার বারণ করা হলেও কথা শোনেননি।

হুমকির মুখে পড়ে অমনের সঙ্গে দেখা করতে বাধ্য হন তরুণী। গত সোমবার স্থানীয় একটি পার্কে দেখা করেন দু'জনে। তরুণীর গোপন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় অমন। এরপর বিয়ের জন্য চাপ দেওয়া হয়। কিন্তু কোনওমতেই একজন 'অপরাধী' প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখতে নারজ তরুণী। স্পষ্ট ভাষায় বিয়ের জন্য মানা করে দেয়। এদিকে তরুণীর আপত্তি মেনে নিতে না পেরে তাঁর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে অমন (UP Man Tries To Strangle Girlfriend In Park)। দূর থেকে কেউ একজন গোটা ঘটনার ভিডিও করেছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে।

তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে আসে। তাঁদের আসতে দেখে পালিয়ে যায় অমন। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিও পুলিশের হাতে এসেছে। বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যুবকের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।


ভিডিও স্টোরি