শেষ আপডেট: 12th February 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: আবর্জনায় পড়েছিল সদ্যোজাতের দেহ। তার মাথা চিবিয়ে খেল কুকুর! উত্তরপ্রদেশের এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযোগের তীর শিশুটির পরিবারের দিকেই! ললিতপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ওই সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করার পর তাকে নাকি আবর্জনায় ফেলে গেছিল পরিবারের লোকজন।
স্থানীয় কয়েকজন কুকুরদের ওই শিশুকে ছিঁড়ে খেতে দেখেছিল। কিন্তু যতক্ষণে তারা কুকুরদের তাড়াতে যাবে ততক্ষণে শিশুটির মাথা চিবিয়ে খেয়ে নিয়েছে তারা! এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দায় সম্পূর্ণ ঝেড়ে ফেলে শিশুটির পরিবারের দিকেই অভিযোগের আঙুল তুলেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, গত ৯ ফেব্রুয়ারি ওই শিশু জন্ম নিয়েছিল। কিন্তু ওজন মাত্রাতিরিক্ত কমের পাশাপাশি আরও কিছু জটিল সমস্যা থাকায় ওই শিশুকে স্পেশ্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির ওজন ছিল ১.৩ কেজি এবং তার মেরুদণ্ডও ছিল না! হার্ট রেটও অনেক কম ছিল স্বাভাবিকের তুলনায়। জন্মানোর কয়েক ঘণ্টা পরই শিশুটির মৃত্যু হয়েছিল।
শিশুটির চিকিৎসা যারা করছিলেন তারা দাবি করেছেন, মৃত্যুর পর শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তার মাসি দেহ নিয়ে নির্দিষ্ট নথিতে সইও করেছেন, যার প্রমাণ রয়েছে। এই প্রেক্ষিতেই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মৃতদেহ নিয়ে হাসপাতালের পাশেই কোনও আবর্জনায় ফেলে দিয়েছেন তাঁরা। প্লাস্টিক ব্যাগ করে তা ফেলা হয়েছে এবং শিশুটির সঙ্গে হাসপাতালের আইডি কার্ড থাকায় সকলে হাসপাতালের দোষ দেখছেন।
ঘটনার দিন বিকেলে শিশুটির দেহাংশ উদ্ধারের কথা জানতে পারে ললিতপুর হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই তারা পুলিশকে খবর দেয়। অন্যদিকে, ৩ জন ডাক্তার নিয়ে অভ্যন্তরীণ একটি কমিটিও গঠন করেছে তারা। নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সদ্যোজাত সংক্রান্ত যাবতীয় রিপোর্ট জমা দিতে হবে।