শেষ আপডেট: 11th November 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: নাগরদোলায় আটকে গেল কিশোরীর চুল। ঘুরতে ঘুরতে উপড়ে গেল খুলির চামড়া। নাগরদোলা থামা পর্যন্ত খুলির চামড়া ঝুলে রইল রডে। ঘটনা উত্তরপ্রদেশের কনৌজ এলাকার। শনিবার রাতে এই ঘটনার পর ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
প্রতিবছরই উত্তরপ্রদেশের মাধোনগরে শ্রী শ্রী ১০০৮ স্বামী নিত্যানন্দ সেবা সমিতির তরফে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। নাগরদোলাও বসে সেখানে। এই নাগরদোলায় উঠেই বিপত্তি হয়। ১৩ বছরের কিশোরীর চুল আটকে যায় তাতে। আশপাশের লোকজন দেখে যতক্ষণে নাগরদোলা থামিয়েছে, ততক্ষণ চুল ও মাথার খুলির চামড়া নাগরদোলাটিরই রডে ঝুলছিল।
নাগরদোলা থামিয়ে অনুরাধা কাথেরিয়া নামের ও কিশোরীকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অরিতিক্ত রক্তক্ষরণ ততক্ষণে হয়ে গিয়েছে। অবস্থার অবণতি হলে বেসরকারি হাসপাতাল থেকে পিজিআই লখনউয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত ভর্তি রয়েছেন তিনি। অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চুল কীভাবে আটকাল তাও দেখা হচ্ছে। এদিকে, বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নাগরদোলাগুলি দারুণ ভাল মুহূর্ত উপহার দেয় ঠিকই। কিন্তু এক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। বেল্টে ব্যবস্থা করা। থামার আছে উঠে না দাঁড়ানোর ব্যবস্থা করা ও নজরদারি চালানোর বিষয়গুলি উল্লেখ করেছেন তাঁরা। এছাড়াও চুল ভাল করে বেঁধে ফেলা, গায়ের ওড়না ঠিক মতো রাখা, শাড়ির আঁচল, ফোন, গয়না, এই সব ঠিকভাবে রাখা ও এমনভাবে রাখা যাতে তা আটকে না যায় কোথাও, হারিয়ে না যায় কোথাও। এই বিষয়টি নিশ্চিত করতে হবে।