শেষ আপডেট: 12th September 2024 12:01
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোরে উত্তরপ্রদেশের কানপুরের গুজাইনি জাতীয় সড়কে এক মহিলার মুণ্ডুহীন ও নগ্ন দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর দেহ হাইওয়েতে ফেলে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনও তদন্তে তেমন কোনও আশার আলো দেখাতে পারেনি। এখনও দেহ শনাক্ত করার চেষ্টা চলছে৷
ওই মহিলা কে, কী তাঁর পরিচয় সে সব জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হাইওয়ের উল্টো দিকের একটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে মৃত মহিলার মতোই একজন হাইওয়ে ধরে হেঁটে যাচ্ছেন।
ফুটেজে ওই নারীকে ধূসর রঙের ট্রাউজার পরা অবস্থায় দেখা গেছে। অন্যদিকে যে দেহ উদ্ধার হয়েছে তার একই ধরনের পোশাকের টুকরো পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৬.১৫ নাগাদ দেহটি প্রথম দেখা যায়। ঘটনার তদন্ত করতে ইতিমধ্যেই তিনটি দল গঠন করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এখন সিসিটিভি ফুটেজের ছবি দেখিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে।
ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দাঁত ও হাড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠিয়েছে।
এক সিনিয়র পুলিশ অফিসারের কথায়, আমরা খতিয়ে দেখছি মৃত ওই মহিলা আদৌ স্থানীয় বাসিন্দা নাকি অন্য কোনও জায়গা থেকে এখানে এসেছেন'।