শেষ আপডেট: 1st August 2024 20:59
দ্য ওয়াল ব্যুরো: স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মানহানি করেছেন বলে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছেন এক বিজেপি নেতা। সেই কারণেই ক'দিন আগে উত্তরপ্রদেশের সুলতানপুরে গেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানেই এক চর্মকারের সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেন রাহুল। এমনকী তাঁর কাছ থেকে জুতো নিয়ে সেলাইও করেন। কংগ্রেস সাংসদ যে জুতো সেলাই করেছে তা কেনার জন্য এখনও লোক উদগ্রীব। যদিও তা বেচতে রাজি নন ওই চর্মকার রাম।
রাহুল গান্ধীকে অনেক সময়ই দেখা গেছে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছেন। তাঁদের সুখ-দুঃখের কথা শুনছেন, গল্প করছেন, সময় কাটাচ্ছেন। ঠিক তেমনভাবেই সুলতানপুরে গিয়ে রামের সঙ্গে কিছুক্ষণ 'আড্ডা' দেন তিনি। দেখেন কীভাবে জুতো সেলাই করা হয়। জানতে চান জুতো সেলাই করে দিনে কত রোজগার হয়, পরিবারে ক'জন আছেন, সংসার কীভাবে চলছে ইত্যাদি। রাহুল গান্ধীর সেলাই করা জুতো কিনতেই এখন ভিড় লেগে থাকে রামের দোকানে।
এই জুতো বিক্রি করতে লাখপতি হতে পারেন রাম! কারণ, কেউ কেউ এই জুতো ১০ লক্ষ টাকাতেও কিনতে চায়। কিন্তু জুতো বিক্রি করবেন না চর্মকার। কিন্তু কেন? রাম বলছেন, ''রাহুলজি আসার পর তাঁর জীবন বদলে গেছে। আগে কেউই খোঁজ নিত না তাঁর, এখন অনেকেই গাড়ি থামিয়ে তাঁর হালচাল জিজ্ঞেস করে। শুধু তাই নয়, অনেকে সেলফিও তোলে। তাই এই জুতো বিক্রি করব না।'' তবে এই জুতো তো রামেরও নয়, অন্য কারও। তাহলে তিনি কী করবেন?
রাম বলছেন, যার জুতো রাহুলজি সেলাই করেছেন তাঁকেও এই জুতো ফেরত দেবেন না তিনি। বরং জুতোর দাম দিয়ে এটা নিজের কাছেই রেখে দেবেন। রাহুল গান্ধী যেদিন তাঁর সঙ্গে দেখা করে গেছেন, তার পরের দিনই রামকে একটি সেলাই যন্ত্র দেওয়া হয়েছে দলের তরফে। রাম জানিয়েছেন, এখন কাজ করা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। উনি (রাহুল গান্ধী) যা করেছেন তা ভাবাই যায় না।
প্রসঙ্গত, রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল ২০১৮ সালে। কংগ্রেস সুত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মোট ২৬টি মানহানির মামলা দায়ের করেছে পদ্ম শিবিরের নেতারা। তবে তাঁর আইনজীবী বলেন, অমিত শাহ সম্পর্কে যে মন্তব্য কংগ্রেস নেতা করেছেন তা মোটেই মানহানিকর নয়। বিচারক নির্দেশ দেন, আগামী ৭ অগাস্ট মামলাকারীর বক্তব্য শোনা হবে।