শেষ আপডেট: 5th January 2025 20:20
দ্য ওয়াল ব্যুরো: প্রথম স্ত্রীকে হারিয়ে সবকিছুই ওলটপালট লাগছিল। পরিবার ঠিকমতো চালানোর কেউ ছিল না। একাকীত্ব কাটাতে, পরিবারকে ভাল রাখতে ও কাছের মানুষ খুঁজতে গিয়ে প্রতারিত হলেন উত্তরপ্রদেশের ব্যক্তি। যেটুকু ছিল সেটুকুও গেল, বর্তমানে আক্ষেপ তাঁর।
গোরক্ষপুরের খাজনি এলাকার ঘটনা। প্রথম স্ত্রীকে হারিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন বছর ৪০-এর কমলেশ কুমার। এমনভাবে প্রতারণার শিকার হবেন কল্পনাতেও ভাবতে পারেননি। সীতাপুর জেলার গোবিন্দপুর গ্রামের কৃষক কমলেশের বিয়ে ঠিক হয় কিছুদিন আগে। মন্দিরে বিয়ে সারবেন, এমনই ঠিক করেন। সেই মতো মন্দিরে সব ব্যবস্থা হয়।
বিয়ের জন্য এক ঘটককে ৩০ হাজার টাকাও দেন। বিয়ের দিন পাত্রী মায়ের সঙ্গে মন্দিরে পৌঁছন। তাঁকে শাড়ি, মেকআপ, গয়না-সহ বিয়ের যাবতীয় জিনিস দেন কমলেশ। বিয়ে শুরু হয়। হঠাৎই পাত্রী জানান, তিনি বাথরুমে যাবেন। বাথরুমে গিয়ে আর ফিরে আসেননি। এদিকে চোখে ধুলো দিয়ে এলাকা ছাড়েন তাঁর মা-ও।
কমলেশের অভিযোগ, 'আমি শুধু চাইছিলাম আমার পরিবার ভাল থাক। ঘুরে দাঁড়াক। কিন্তু তার বদলে আমি সব কিছু হারালাম।'
স্থানীয় পুলিশ এবিষয়ে জানিয়েছে, এখনও কোনও অভিযোগ তাঁরা পাননি। অভিযোগ এলে, তার ভিত্তিতে তদন্ত হবে।