Date : 13th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সময় নষ্ট করছেন ক্রলি’, বিরাটের কায়দায় তেড়ে গেলেন শুভমান! ‘শালীনতা’র অভাব দেখছে ইংরেজরাসাত পাকে বাঁধা পড়লেন রূপা ভট্টাচার্য, পাত্র কে? দ্য ওয়াল-এ প্রথম মুখ খুললেন অভিনেত্রীবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লিতে নিখোঁজ ত্রিপুরার তরুণী! পুলিশের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীরমাতৃভাষা বাংলা হলেই 'বিদেশি'! বিশিষ্টদের কড়া নিন্দার মুখে অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যআইআইএম জোকায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে বিশেষ টিম গড়ল কলকাতা পুলিশ১২৭টি কাট! নাম থেকে ‘পাঞ্জাব’ সরানোর নির্দেশ—আবার বিতর্কে দিলজিৎ দোসাঞ্জের ‘পাঞ্জাব ৯৫’শেষ ম্যাচে হেরেও সিরিজ জিতলেন হরমনপ্রীতরা, অভিষেকেই নজির চারানিরপ্রাথমিক রিপোর্টে অসন্তোষ, সরকারকে কড়া পদক্ষেপের দাবি বিমান দুর্ঘটনায় নিহত পড়ুয়ার বাবারপ্রয়াত কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও: শেষ হল এক উজ্জ্বল অধ্যায়সাংসদদের তালিকায় কাসভকে ফাঁসিতে ঝোলানো আইনজীবী, রাষ্ট্রপতি আর কাদের রাজ্যসভার টিকিট দিলেন?
Terror Activity in Kashmir Just Before Amarnath Yatra

অমরনাথ যাত্রা শুরুর ৩ দিন আগে জঙ্গি কার্যকলাপ কাশ্মীরে! কিস্তওয়ারে শুরু গুলির লড়াই

সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। অন্তত তিন জঙ্গিকে ঘিরে ফেলেছেন আধিকারিকরা।

অমরনাথ যাত্রা শুরুর ৩ দিন আগে জঙ্গি কার্যকলাপ কাশ্মীরে! কিস্তওয়ারে শুরু গুলির লড়াই

ফাইল ছবি

শেষ আপডেট: 2 July 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে শুরু হল জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালানোর সময় সংঘর্ষ শুরু হয়। একাধিক জঙ্গি চাত্রু এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। অন্তত তিন জঙ্গিকে ঘিরে ফেলেছেন আধিকারিকরা।

উল্লেখ্য, এই চাত্রু অঞ্চলেই গত ২২ মে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন এক ভারতীয় জওয়ান। গত এক বছরে কিস্তওয়ার এলাকায় বেশ কয়েকটি বড়সড় এনকাউন্টার হয়েছে। যেসব জঙ্গিরা ওই অঞ্চলে আত্মগোপন করে রয়েছে, তারা পাহাড়ি জঙ্গলে লড়াইয়ে অত্যন্ত পারদর্শী বলেই মনে করছে গোয়েন্দা বিভাগ। সেনা ও সাধারণ নাগরিকদের উপর একাধিক হামলার সঙ্গে এদের যোগ রয়েছে বলে অনুমান।

রবিবার থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা তাই কাশ্মীর ও জম্মুর বিভিন্ন এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

সূত্রের খবর, অমরনাথ যাত্রাকে টার্গেট করতে পারে জঙ্গিরা, এমন আশঙ্কায় শুধুমাত্র কাশ্মীরে মোতায়েন করা হয়েছে প্রায় ৬০০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও, পহেলগাম ও বালতালের দু’টি যাত্রা পথজুড়ে কড়া নিরাপত্তা রয়েছেয

এ বছর বিশেষ সতর্কতার কারণে যাত্রাপথে হেলিকপ্টার পরিষেবা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। উভয় রুটকে 'নো-ফ্লাই জোন' হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের উদ্দেশে পুলিশ কড়া নির্দেশিকা জারি করেছে। যাঁরা নিজেদের গাড়িতে যাচ্ছেন, তাঁদের নির্ধারিত কনভয়ের সঙ্গেই চলার নির্দেশ দিয়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতে চাত্রুতে সংঘর্ষ শুরু হওয়ায় উদ্বেগ বাড়ছে সেনা ও গোয়েন্দা মহলে। প্রশাসনের আশঙ্কা, অমরনাথ যাত্রা ঘিরে আরও হামলার ছক কষতে পারে লুকিয়ে থাকা জঙ্গিরা। জারি রয়েছে তল্লাশি অভিযান।


ভিডিও স্টোরি