শেষ আপডেট: 5th January 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই বড়সড় পরিবর্তন আনল ‘ওয়ো’ (OYO)। জনপ্রিয় হোটেল বুকিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, অবিবাহিত যুগলরা আর ঘর বুকিং করতে পারবেন না। আপাতত উত্তরপ্রদেশের মিরাট শহর থেকে শুরু হচ্ছে এই নিয়ম। ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও তা প্রয়োগের পরিকল্পনা রয়েছে।
‘ওয়ো’-র নতুন নির্দেশিকা অনুযায়ী, হোটেলে ঘর বুক করতে গেলে এবার থেকে সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে। অনলাইন বুকিংয়ের সময় প্রমাণপত্র আপলোড করতে হবে এবং অফলাইনে চেক-ইন করার সময় সেটি দেখাতে হবে। সংস্থার সঙ্গে যুক্ত সমস্ত হোটেলকেই এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই নিয়ম পরিবর্তন?
‘ওয়ো’ জানিয়েছে, অবিবাহিত যুগলদের হোটেল ঘর ভাড়া দেওয়া নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আপত্তি উঠেছে। বিশেষত মিরাট শহরের অনেক বাসিন্দা এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সংস্থার কাছে অভিযোগ জানান। তাঁদের মতে, অবিবাহিতদের ঘর ভাড়া দেওয়ার বিষয়টি সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এই আপত্তিকে গুরুত্ব দিয়েই নতুন নিয়ম চালু করা হয়েছে।
‘ওয়ো’-র উত্তরাঞ্চলের প্রধান পবন শর্মা বলেন, 'আমরা নাগরিকদের সুরক্ষা ও সম্মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে আমরা চাই, কারও ভাবাবেগে আঘাত না লাগে। এই কারণে আমাদের নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়।'
‘ওয়ো’-র এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এই পদক্ষেপকে ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন। আবার অনেকে মনে করছেন, সমাজের শৃঙ্খলা বজায় রাখতে এমন পরিবর্তন জরুরি।
ভারতে অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ক্ষেত্রে কোনও আইনগত নিষেধাজ্ঞা নেই। তবে, অনেক হোটেল কর্তৃপক্ষ সামাজিক চাপ বা সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে অবিবাহিত যুগলদের জন্য ঘর ভাড়া দিতে অনিচ্ছুক। এই প্রেক্ষিতে ওয়ো (OYO) ছিল ব্যতিক্রম। ফলে এই নতুন নিয়ম প্রয়োগের পর ব্যবসার দিক থেকে ‘ওয়ো’-র উপর কী প্রভাব পড়বে, তা দেখার অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা।